গত ৩০ বছর ধরে একের পর এক নানা স্বাদের ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সদ্য মুক্তি পেয়েছে নায়িকার নতুন ছবি ‘গুড বাই মাউন্টেন’, ইন্দ্রাশিস আচার্যের প্রেমের ছবি। ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এই জুটিকে আগে দর্শক সে ভাবে দেখেননি।
ঋতুপর্ণা-ইন্দ্রনীল জুটিকে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শক। এ দিন নায়িকাকে প্রশংসায় ভরালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছবির বিশেষ প্রদর্শনে হাজির হয়েছিলেন তিনি। ঋতুপর্ণার পরনে ছিল আজরাখ কাজের একটি সালোয়ার স্যুট, সঙ্গে মানানসই গয়না। আর মদন পরেছিলেন সাদা পাঞ্জাবি, পাজামা। তিনি নেতা হলেও অভিনয়ের প্রতি তাঁর এক অন্য টান আছে। নিজে গান-বাজনা করতে ভালবাসেন। আগে সমাজমাধ্যমের পাতায়ও খুব সক্রিয় ছিলেন।
নতুন ছবিতে ঋতুপর্ণাকে দেখে মুগ্ধ মদন। তিনি বললেন, “ঋতুপর্ণা এক এবং অদ্বিতীয় । তিনি যে ছবিতে থাকবেন একাই টেনে নিয়ে যাবেন। ওর সঙ্গে অভিনয়ও করলাম।” কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। তা নিয়ে বেশ হইচই হয়েছিল। অগস্টে আবার পর্দায় ‘বেলা’ হয়ে ফিরবেন নায়িকা। এর আগেও মহিলাকেন্দ্রিক কাহিনিতে দর্শক তাঁকে দেখেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে কাজ করতে আমি সর্ব ক্ষণ আগ্রহী। তবে আমার কোনও ছবির সঙ্গে অন্য ছবির মিল খুঁজে পাবেন না কেউ। প্রতিটি গল্প ভিন্ন স্বাদের। ‘গুড বাই মাউন্টেন’ ছবিতে যেমন পরিণত প্রেমের ছবি দেখা যাবে। তেমনই ‘বেলা’ নারীশক্তির উদ্যাপন করবে।”