এ যেন শেষ হয়ে হইল না শেষ।
আরও পড়ুন, মহাষ্টমীর রাতে কেমন সেজেছিলেন কাজল, দেখুন ভিডিও
আজ ত্রয়োদশী। শাস্ত্র মতে দশমীতেই দুর্গা ঠাকুরের ভাসান হওয়ার কথা। বেশ কিছু পুজোর ভাসান হয়েছে। তবে বাকি রয়েছে কলকাতার কিছু বড় পুজো। মঙ্গলবার রেড রোডে কার্নিভালের পর ভাসান হবে। তার মধ্যে রয়েছে চালতাবাগানের পুজোও। এ দিন ওই মণ্ডপে সকাল থেকেই সিঁদুর খেলায় মেতেছিলেন সেলেবরা।