‘আমার রকস্টার’। মেয়ে আয়রার প্রথম কাজ। আর তার ‘চিয়ারলিডার’ আব্বু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ছোট থেকে এই নামেই ডাকে রাফিয়াত রশিদ মিথিলা এবং তাহসান খানের মেয়ে। পরিচালকের সে বড় আদুরে। আয়রার সঙ্গে অনেক মুহূর্তই নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিতেন সৃজিত। এই প্রথম বাংলাদেশের একটি বিজ্ঞাপনী কাজে মায়ের সঙ্গে ফ্রেম ভাগ করে নিল ছোট্ট আয়রা। আর মেয়েকে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না পরিচালক। আনন্দবাজার ডট কমকে বললেন, “দেখতে দেখতে বড় হয়ে গেল!” বাবা সৃজিতের কণ্ঠে এক অন্য তৃপ্তি।
আরও পড়ুন:
মিথিলার সঙ্গে সৃজিতের দাম্পত্য নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাঁদের ব্যবধান যে আগের চেয়ে অনেকটাই বদলে গিয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। কিন্তু আয়রার সঙ্গে তাঁর সম্পর্কের যে কোনও পরিবর্তন হয়নি, পরিচালকের ফেসবুক পোস্ট সেই আভাসই দেয়। সৃজিত হাসতে হাসতে বললেন, “আমি কি বুড়ো হচ্ছি! জানি না, চোখের সামনে সময় চলে গেল আয়রা বড় হয়ে গেল। এ যেন অন্য অনুভূতি।” পরবর্তীকালে কি তবে সৃজিতের ছবিতে অভিনেত্রী আয়রাকে দেখা যাবে? পরিচালকের মনের সুপ্ত ভাবনাই যেন উস্কে গেল। তিনি বললেন, “আমার কোনও ছবিতে যদি তেমন কোনও চরিত্রে আয়রাকে মানায় অবশ্যই ওকে নিতে চাইব।”