‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয়ের অনেক বছর পার। দর্শক চাইলেও সময়ের অভাবে টোটা রায়চৌধুরী কিছুতেই ছোটপর্দায় ফিরতে পারছিলেন না। অবশেষে ফের দেখা যাবে তাঁকে। খবর, জ়ি বাংলার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর শেষ সিজ়ন হতে চলেছে। তারই সমাপ্তি পর্বের অনুষ্ঠানে ‘অতিথি বিচারক’ হিসাবে দেখা যাবে দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরীকে। ‘সেরা প্রতিযোগী’ বাছার পাশাপাশি মঞ্চে বাকি তারকা বিচারকদের সঙ্গে এই দুই তারকা অনুষ্ঠানেও অংশ নেবেন।
এর আগে প্রত্যেক সাক্ষাৎকারে বরাবর টোটা বলে এসেছেন, তাঁর প্রথম প্রেম নাচ। নাচে তাঁর পারদর্শিতা দেখেই পরিচালক প্রভাত রায় তাঁকে ছবিতে সুযোগ দিয়েছিলেন। “আবারও শুধু নাচের জন্য ক্যামেরার মুখোমুখি। উপরি পাওনা, নতুন প্রতিভাদের নাচ দেখার সুযোগ”, আনন্দবাজার ডট কম-কে বললেন টোটা। মঞ্চে তাঁকে মূলত ‘ফ্রি-স্টাইল’ নাচের ভঙ্গিতেই দেখা যাবে। টোটা একাই নাচেননি। যোগ দিয়েছেন বাকি বিচারক শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরাও। দেবশ্রীকে দেখা গিয়েছে মিঠুনের সঙ্গে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতি বছর পরিচালক অভিজিৎ সেনের এই রিয়্যালিটি শো-এর সমাপ্তি পর্ব ঝলমলিয়ে ওঠে বলিউড তারকাদের উপস্থিতিতে। সে রকম কেউ কি থাকবেন? অভিজিৎ ফোনে অধরা। বলিউড থেকে কেউ আসবেন কি না এখনও জানা যায়নি।
টোটা এর আগে আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, ইচ্ছা থাকলেও সময়ের অভাবে ধারাবাহিকে অভিনয় করতে পারছেন না। কিন্তু নাচের এই ধরনের বিশেষ অনুষ্ঠানে সাধারণত বেশি সময় খরচ হয় না। আগামী দিনে কি অভিনেতা এই ধরনের অনুষ্ঠানে ‘বিচারক’ হবেন? “কেন নয়?”, পাল্টা প্রশ্ন তাঁর। অভিনেতার কথায়, “নাচের যে কোনও অনুষ্ঠানের প্রতি আগ্রহ আমার। সময় বার করতে পারলে অবশ্যই ‘বিচারক’–এর আসনে দেখতে পাবেন দর্শক।”