Advertisement
E-Paper

বড়পর্দায় আবার আবীর-সোহিনী! সঙ্গী টোটা, ধারাবাহিক ছেড়ে ‘ফুলকি’ কি এ বার ছায়াছবিতে?

অনির্বাণ ভট্টাচাৰ্যকে কোন ভূমিকায় দেখা যাবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, দিব্যাণী মণ্ডল, টোটা রায়চৌধুরী। ছবি : ফেসবুক।

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, দিব্যাণী মণ্ডল, টোটা রায়চৌধুরী। ছবি : ফেসবুক।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বদেশপ্রেমের উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের ১০০ বছর পূর্ণ হবে আগামী বছরের ৩১ অগস্ট। সেই উপন্যাসের সময়কাল, পটভূমিকায় তৈরি হবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। যৌথ প্রযোজনায় শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি এবং রানা সরকার।

বুধবার প্রকাশ্যে ছবির অভিনেতাদের নাম। প্রথম জানতে পারল আনন্দবাজার ডট কম। পরিচালক সৃজিত জানিয়েছেন, ছবির মুখ্য অভিনেতা টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। বড় চমক ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল। অনেক বছর পর সৃজিতের ছবিতে ‘ভিঞ্চিদা’ রুদ্রনীল ঘোষ। এ ছাড়াও আছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্য। কাঞ্চন এর আগে পরিচালকের 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে অভিনয় করেছেন।

দিব্যাণীর অভিনয়ে আত্মপ্রকাশ ধারাবাহিক ‘ফুলকি’ দিয়ে। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, ছোটপর্দার নায়িকা সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন। গুঞ্জন নয়, খবর সত্যি হল।

কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে।

কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। ছবি: ফেসবুক।

ছবিতে কাকে কোন ভূমিকায় দেখা যাবে? ‘শরৎচন্দ্র’ কে হবেন? প্রশ্ন ছিল সৃজিতের কাছে। পরিচালক বলেছেন, “আপাতত এই উত্তর তোলা থাক। ওঁরা চিত্রনাট্য পড়ে ভীষণ খুশি। নভেম্বর থেকে শুটিং শুরুর ইচ্ছে। ওঁরাও প্রস্তুতি নিচ্ছেন। আমিও ওঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে।”

শোনা যাচ্ছে, এই ছবি দিয়েই নাকি অনেক দিন পর ক্যামেরার মুখোমুখি হবেন সৃজিতের 'ব্লু আইড বয়' অনির্বাণ ভট্টাচাৰ্য। তা হলে ওঁর নাম তালিকায় নেই কেন?

প্রশ্ন ছিল অন্যতম প্রযোজক রানার কাছে। তাঁর কথায়, “অনির্বাণের বিষয়টি ফেডারেশনের বিবেচনাধীন। সংগঠন সবুজ সংকেত দিক। তখন অনুষ্ঠানিক ঘোষণা হবে।”

Srijit Mukherji Tota Roy Chowdhury Abir Chatterjee Sohini Sarkar Rudranil Ghosh Kanchan Mullick
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy