Advertisement
E-Paper

শাকিব-বুবলীর মিল প্রায় হয়ে গিয়েছে, এমনই জল্পনা, সেই সময় কাকে মিস্ করার কথা জানালেন?

সকলেরই প্রায় ধারণা, বাকি পিছুটান কাটিয়ে বুবলীর কাছে নাকি ফিরে গেলেন তিনি। এমন জল্পনায় মশগুল নেটপাড়া। সেই সময় অভিনেতা জানালেন, তিনি বুবলী ও ছোট ছেলেকে নিয়ে ছুটিতে গেলেও মিস্ করছেন অন্য কাউকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৯:০৬
শাকিবের মনে রয়েছে কে?

শাকিবের মনে রয়েছে কে? ছবি: সংগৃহীত।

শাকিব খান মানেই ঘটনার ঘনঘটা। তাঁর খ্যাতি যেমন উত্তরোত্তর বাড়ছে, তেমনই বাড়ছে তাঁকে নিয়ে চর্চা। অভিনেতার দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা সবারই প্রায় জানা। দুই সতীন একে অপরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। শাকিব আসলে কার, এই নিয়ে দড়ি টানাটানি চলে দুই পক্ষের মধ্যে! এই মুহূর্তে দ্বিতীয় স্ত্রী বুবলী ও সেই পক্ষের ছেলে শেহজাদ বীরকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছেন শাকিব। দিনকয়েক আগেই বুবলী সেই ছবি প্রকাশ্যে আনতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। সকলেরই প্রায় ধারণা, বাকি পিছুটান কাটিয়ে বুবলীর কাছে নাকি ফিরে গেলেন তিনি। এমন জল্পনায় মশগুল নেটপাড়া। সেই সময় অভিনেতা জানালেন, তিনি বুবলী ও ছোট ছেলেকে নিয়ে ছুটিতে গেলেও মিস্ করছেন অন্য কাউকে।


দিনকয়েক ধরে জল্পনা, সতীন অপুকে পিছনে ফেলে যেন কয়েক ধাপ এগিয়ে গেলেন বুবলী। শাকিবকে সঙ্গে নিয়ে আমেরিকায় একান্তে ছুটি কাটাচ্ছেন বুবলী। সেখান থেকে একগুচ্ছ ছবি দিয়েছেন তিনি। কখনও তিনি শাকিবের সঙ্গে হাত ধরে হাঁটছেন, কখনও তিনজনে ঘুরছেন, কখনও আবার বুবলীকে উষ্ণ আলিঙ্গন করছেন শাকিব। প্রতিটি ছবিতেই সুখী দাম্পত্যের ঝলক। এত কিছুর মধ্যে শাকিব নাকি মিস্ করছেন অপু ও তাঁর সন্তান আব্রাম খান জয়কে। নিজের সমাজমাধ্যমে জয়ের ছবি দিয়ে লেখেন, ‘‘বাবা তোমাকে মিস্ করছে।’’

শাকিবের দুই স্ত্রী। দু’জনেই নাকি তাঁর প্রাক্তন। কারণ দু’জনের সঙ্গেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও দু’পক্ষের দু’টি ছেলে রয়েছে শাকিবের। অভিনেতা একাধিক বার প্রকাশ্যে দ্বিতীয় স্ত্রী বুবলীর অস্তিত্ব অস্বীকার করেছেন। সাফ জানিয়েছেন, বুবলীর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। সংবাদমাধ্যমের সামনে এসে একসময় শাকিবকে নিয়ে একাধিক মন্তব্য করেন বুবলী। আমেরিকায় সন্তান জন্মের সময়ে যে চূড়ান্ত অবহেলা পেয়েছেন শাকিবের থেকে, তা-ও জানিয়েছেন। যদিও শাকিব তাঁর জীবনে প্রথম স্ত্রী অপুর অস্তিত্বের কথা কখনওই অস্বীকার করেননি। বরং বরাবর জানিয়েছেন তাঁদের সমীকরণ কেমন। এমনকি, অভিনেতার ঘনিষ্ঠরাও বার বার জানিয়েছেন, শাকিব তাঁর সন্তানদের খুব ভালবাসেন। ভাঙা দাম্পত্যের প্রভাব কোনও ভাবেই যাতে সন্তানদের উপর না পড়ে, সেই কারণেই এত কিছু করেন।

Shakib Khan Bubly Apu Biswas Dhallywood Bangladeshi Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy