Advertisement
E-Paper

স্বপ্নের মধ্যে পাপ, পাপের ভয় বাস্তবেও, আসছে বিনয় পাঠকের নতুন ছবি ‘ডার্ক ব্রিউ’

পরিচালক আকাশ গইলা এমনই এক স্বপ্নকে এঁকেছেন, যেখানে এক দিকে স্বপ্নের ভিতরে এক ব্যক্তির অন্য নারীকে স্পর্শ করার আকাঙ্ক্ষা। একই সঙ্গে নিজের স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার পর মৃত্যুর আশঙ্কা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ১৮:০৩
‘ডার্ক ব্রিউ’-এর একটি দৃশ্যে বিনয় পাঠক।  ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্সের সৌজন্যে।

‘ডার্ক ব্রিউ’-এর একটি দৃশ্যে বিনয় পাঠক। ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্সের সৌজন্যে।

স্বপ্নের মধ্যে আপনি কাকে দেখতে পান? এমন কেউ আছেন, যাঁকে আপনি শুধু স্বপ্নেই দেখেন? এমন কেউ যে কিনা আপনাকে স্বপ্নের ভিতর তাড়া করে? নিয়ে যায় কোনও গভীর খাদের ধারে? যে ধার থেকে আপনি প্রাণপণ বাঁচার চেষ্টা করলেও, সেই মানুষটি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই গভীর খাদে? আর আপনি মারা যান? এমন স্বপ্ন দেখেছেন কখনও? নিজের মৃত্যুর স্বপ্ন?

হ্যাঁ, এ ধরনের স্বপ্ন কখনও কখনও ঘুমের মধ্যে এলে আপনার দম বন্ধ হয়ে আসারই কথা। গলা শুকিয়ে, ঘুম ভেঙে যাওয়ারই কথা। ভয় পাওয়ার কথা।

আরও পড়ুন, বলিউডের নতুন ‘সিমরন’ কঙ্গনা, ট্রেলার দেখেছেন?

পরিচালক আকাশ গইলা তাঁর নতুন চিত্রনাট্যে এমনই এক স্বপ্নকে এঁকেছেন। যেখানে দেখানো হয়েছে স্বপ্নের ভিতরে এক ব্যক্তির অন্য নারীকে স্পর্শ করার আকাঙ্ক্ষা। একই সঙ্গে নিজের স্ত্রীর কাছে ধরা পড়ে যাওয়ার পর মৃত্যুর আশঙ্কা। কারণ, সেই স্বপ্নেই এক দিন দেখা, নিজের স্ত্রীর হাতে খুন হচ্ছেন তিনি!

‘ডার্ক ব্রিউ’ ছবির একটি দৃশ্যে শিবানী বেদী। ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্সের সৌজন্যে।

আরও পড়ুন, বিগ বি-র কৌন বনেগা ক্রোড়পতি ৯-এর নতুন নিয়মাবলি জানেন তো?

পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে, স্বপ্ন ভেঙে যাওয়ার পরও পরকীয়ার পাপবোধ তাঁর পিছু ছাড়ে না। স্বপ্নের মৃত্যুভয় যেন বাস্তব জীবনেও গলা টিপে ধরে। ওয়্যারউল্ফ ফিল্মস-এর প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘ডার্ক ব্রিউ’ ছবির ট্রেলার। যাঁর গল্প, কালো কফির মতো গাঢ় এবং ভিন্ন স্বাদের। ছবিতে বিনয় পাঠক এক জন লেখকের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম অনিল ভদেরা। রয়েছেন শিবানী বেদী, চরিত্রের নাম গীতা ভদেরা। এক জন প্রাক্তন নৃত্যশিল্পীর ভূমিকায় রয়েছেন তিনি। অভিনেত্রী শিতল ঠাকুরকে দেখা যাবে এক মনোবিদের ভূমিকায়। নাম রিয়া বজাজ।

অনিলের ঘুম ভাঙার পর কি স্বপ্নের সবটাই মিথ্যে হবে? নাকি, বাস্তবেও অনিল মিল পাবেন স্বপ্নের খুনির সঙ্গে? স্ত্রীর হাতে সত্যিই কি খুন হবেন তিনি? জানতে অপেক্ষা আর কয়েক দিনের।

তথ্য সহায়তা: অ্যাসর্টেড মোশন পিকচার্স।

Vinay Pathak Dark Brew Movie Trailer Bollywood Celebrities Upcoming Movies Hindi Movie Film Actor বিনয় পাঠক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy