ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে হাওড়া-কাটোয়া শাখায় বিঘ্নিত পরিষেবা। রবিবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া স্টেশনের কাছে একটি আপ কাটোয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ফলে সেখানে আপ লাইনে কয়েক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। যদিও ডাউন লাইনে পরিষেবায় প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।
রবিবার সন্ধ্যায় একটি আপ কাটোয়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছেড়ে বাঁশবেড়িয়ার দিকে যাওয়ার সময়ে বিপত্তি ঘটে। সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার ঠিক আগে ট্রেনের প্যান্ট্যোগ্রাফ ভেঙে যায়। ফলে বাঁশবেড়িয়া স্টেশনে পৌঁছোনোর আগেই থেমে যায় ট্রেনটি। খবর দেওয়া হয় ব্যান্ডেল স্টেশনে। রেলের প্যান্টোগ্রাফ মেরামতের কর্মীরা সেখানে কর্তব্যরত ছিলেন। খবর পেয়ে ব্যান্ডেল থেকে রেলকর্মীরা সেখানে পৌঁছোন এবং মেরামতের কাজ শুরু করেন। পরে রাত প্রায় ১০টা নাগাদ আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আপ কাটোয়া লোকাল প্যান্টোগ্রাফ ভেঙে আটকে পড়ায় পিছনে থাকা অন্য আপ কাটোয়া লোকালগুলিও আটকে পড়ে। চুঁচুড়া স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে একটি আপ কাটোয়া লোকাল প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে। যদিও কাটোয়া শাখার ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিকই রয়েছে। তবে দীর্ঘ ক্ষণ ট্রেন আটকে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কাছাকাছি স্টেশনের অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে বিকল্প পথে বাড়ি ফিরতে উদ্যোগী হয়েছেন। অনেকে আবার ট্রেনেই অপেক্ষা করছেন পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য।