ছুরি হাতে স্যালোঁ কর্মীকে মারধরের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার সিরিয়াল অভিনেতা অভিমন্যু চৌধরি। গ্রেফতার করা হয়েছে তাঁর এক বন্ধুকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মে মুম্বইয়ের লোখন্ডওয়ালার ওই স্যালোঁতে গিয়েছিলেন অভিমন্যুর এক বান্ধবী। সেখানে এক কর্মী তাঁকে অশ্লীল ভাবে স্পর্শ করেছে বলে অভিমন্যুকে ফোন করে জানান তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই এক বন্ধুকে নিয়ে সেখানে হাজির হন অভিমন্যু। অভিযুক্তকে মারধর করেন তাঁরা।
ঘটনার সময় অভিমন্যুর হাতে একটি ছুরি ছিল বলেও জানা গিয়েছে। তার প্রমাণ মিলেছে স্যালোঁর সিসিটিভি ফুটেজ থেকেও। এমনকি তাঁদের বাধা দিতে এসে স্যালোঁর এক মহিলা কর্মীও আঘাত পান। সব কিছু খতিয়ে দেখে সোমবার অভিমন্যু এবং তাঁর বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।