Advertisement
E-Paper

‘পাকিস্তানিদের ভাল শিক্ষা দেওয়া যাবে’, অবিদা পরভিনদের গান প্রসঙ্গে কী বললেন টুইঙ্কল?

পাকিস্তানি শিল্পী অবিদা পরভিন ও ফরিদা খানুমের ভারতেও রয়েছে অসংখ্য অনুরাগী। তাঁদের গান নতুন ভাবে গেয়েছেন এই দেশেরও বহু শিল্পী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:১০
Twinkle Khanna makes a sarcastic comment on Pakistani artists being banned in India

পাকিস্তানি শিল্পীদের নিয়ে কী বললেন টুইঙ্কল? ছবি: সংগৃহীত।

অভিনয় জগতে নিজের জায়গা পোক্ত করতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর রসবোধের অনুরাগী অসংখ্য। এ বার পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা নিয়েও রসিকতা করলেন টুইঙ্কল খন্না। পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন পরে পাক জঙ্গি ঘাঁটির উপরে প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। পাকিস্তানি শিল্পীদেরও নিষিদ্ধ করা হয়। মাওরা হোসেন, ফওয়াদ খান ও মাহিরা খানদের মতো পাক অভিনেতাদের ছবি বাদ পড়েছে বলিউডের ছবির পোস্টার থেকে। এই বিষয়ে এ বার মশকরা করলেন টুইঙ্কল।

পাকিস্তানি শিল্পী অবিদা পরভিন ও ফরিদা খানুমের ভারতেও অসংখ্য অনুরাগী রয়েছেন। তাঁদের গান নতুন ভাবে গেয়েছেন এই দেশের বহু শিল্পী। টুইঙ্কল তাঁর মন্তব্যে এই দুই শিল্পীর প্রসঙ্গও টেনে এনেছেন। অবিদা পরভিন ও ফরিদা খানুমের গান নাকি গেয়েছেন ভারতের নেটপ্রভাবী ঢিনচ্যাক পূজাও। তবে তাকে গান বলা যায় কি না, তা নিয়ে বরাবরই সন্দেহ ছিল নেটপ্রভাবীদের! তাই পাক শিল্পীদের নিয়ে বিতর্কের ফাঁকে ঢিনচ্যাক পূজার সেই গানগুলিও নেটপাড়া থেকে মুছে ফেলার কথা বলেছেন টুইঙ্কল।

তিনি লিখেছেন, “কিছু দিন আগেই ফের মুক্তি পেয়েছিল ‘সনম তেরি কসম’। তার পর থেকে ছবির গানগুলি বার বার করে শুনছি। দেখলাম গানের অ্যালবামের প্রচ্ছদ থেকে মাওরা হোসেনের ছবি বাদ দেওয়া হয়েছে। পরে জানতে পারলাম, ফওয়াদ খান ও মাহিরা খানের ছবিও ওঁদের বলিউড ছবির পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে।” এর পরেই ব্যঙ্গ করে টুইঙ্কল লেখেন, “সুনাগরিক হিসাবে একটা দায়িত্ব পূর্ণ করতে চাই। ঢিনচ্যাক পূজার কণ্ঠে অবিদা পরভিন ও ফরিদা খানুমের গানগুলিও এ বার মুছে ফেলা হোক। এতে পাকিস্তানি শ্রোতাদের ভাল শিক্ষা দেওয়া যাবে!”

উল্লেখ্য, টুইঙ্কলের মধ্যে বরাবরই একটা প্রতিষ্ঠান বিরোধিতার সুর খুঁজে পান তাঁর অনুরাগীরা।

Twinkle Khanna Fawad Khan Mahira Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy