এমনিতেই টুইঙ্কল খন্নার রসবোধ নিয়ে চর্চা রয়েছে বলিউডে। ‘মিসেস ফানিবোন্স’ নামে পরিচিত অভিনেত্রী সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন এবং এ বছরেই তাঁর ঋতুচক্র বন্ধ হয়েছে। তার ফলে অভিনেত্রীর শরীরে এসেছে নানা ধরনের পরিবর্তন। অভিনেত্রী জানান, এমন কিছু জিনিস হচ্ছে, যা তাঁর সঙ্গে আগে কখনও হয়নি।
আরও পড়ুন:
রজঃনিবৃত্তি বা ‘মেনোপজ়’ মহিলাদের এক স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এই সময়ে মেয়েদের নানা শারীরিক, মানসিক বদল আসে। ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া মানেই মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমে যায়। ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে যা থেকে বাতের ব্যথা ভোগায়, ঘন ঘন মেজাজও বদলে যায়। টুইঙ্কল জানান, তাঁর মাঝেমাঝেই মারাত্মক গরম লাগতে শুরু করে। রাতে হঠাৎ করে ঘামতে শুরু করেন তিনি। তাঁর দাবি, চামড়াও নাকি পাতলা হয়ে যাচ্ছে। গালে রোম গজানোর মতো ঘটনাও ঘটছে বলে জানান তিনি।
টুইঙ্কল জানান, যখন তাঁর শরীরে এত কিছু চলছে, তখন স্বামী অক্ষয়ের নাকি তেমন হুঁশ নেই। আজকাল রাতে একটানা ঘুমোতে পারেন না তিনি। তাই অক্ষয়ের ঘুম দেখলে হিংস করেন। টুইঙ্কল বলেন, ‘‘আজ যদি মাথার উপর বাড়ি ভেঙে পড়ে কিংবা কুকুর চিৎকার করে অথবা ছটপুজোর সজোরে বাজনা বাজে, তা-ও ওর ঘুম ভাঙবে না। আমার অবস্থা হয়েছে আইআইটি থেকে স্নাতক করা ছেলেমেয়েদের মতো, যাঁরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সিলিকন ভ্যালিতে।’’
অভিনেত্রী বলেন, “আমি প্রায় ২০ বছর পরে ফের জিমে গিয়ে ওজন তুলছি, স্কোয়াট্ করছি। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, অশ্বগন্ধ, ব্রাহ্মীর রস খাচ্ছি।” এককথায় রজঃনিবৃত্তির পর একাধিক শারীরিক পরিবর্তনের সঙ্গে জীবনধারাতেও পরিবর্তন এসেছে অভিনেত্রীর।