প্রায় ২৪ বছরের দাম্পত্য অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার। তাঁদের বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। অক্ষয় একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। কোনও প্রেম সেটেই শেষ, আবার কোনও প্রেম বাগ্দানের পর ভাঙে। যদিও শেষমেশ টুইঙ্কলের সঙ্গে ছাঁদনতলায় যান। তবে স্বামীকে নাকি একেবারেই ভরসা করেন না টুইঙ্কল। অক্ষয় নাকি আবার বিয়ে করতে পারেন বলে আশঙ্কা অভিনেত্রীর।
আরও পড়ুন:
অক্ষয়কে নিয়ে আরও একটা ভয় কাজ করে টুইঙ্কলের মধ্যে। তিনি কোনও ভাবেই স্বামীর আগে মারা যেতে চান না। কেন? তাঁর ভয়, যদি স্বামী আবার বিয়ে করেন, তা হলে সেই দ্বিতীয় স্ত্রী টুইঙ্কলের দামি ব্যাগগুলো ব্যবহার করে নিতে পারেন। তখন নাকি অক্ষয়ের কাঁধে ভূত হয়ে চাপবেন তিনি। তাই টুইঙ্কল জানান, যদি অক্ষয়ের আগে তিনি মারা যান, তা হলে অক্ষয়কে বিষ খেয়ে মরে যেতে হবে। টুইঙ্কল বলেন, ‘‘আমি মরে গেলে, তুমিও মরে যেয়ো বিষ খেয়ে। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, আমি মানতে পারব না।’’ টুইঙ্কল ও অক্ষয়ের বিয়ে হয় ২০০১ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে— আরভ ও নিতারা। আরভ লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন। অন্য দিকে নিতারা কিশোরী বয়সে পা দিয়েছেন।