Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ জানুয়ারি ২০২২ ই-পেপার

সেকি! বিয়ের আগেই বাবা হলেন তুষার কপূর?

কপূর পরিবারে এল নতুন অতিথি। বেবি কপূরকে নিয়ে তাই এখন প্রবল উন্মাদনা তুষার কপূরের পরিবারে। প্রথম নাতি ‘লক্ষ্য’কে পেয়ে প্রচণ্ড খুশি নানা-নানি।

সংবাদ সংস্থা
২৭ জুন ২০১৬ ২১:০৭

কপূর পরিবারে এল নতুন অতিথি। বেবি কপূরকে নিয়ে তাই এখন প্রবল উন্মাদনা তুষার কপূরের পরিবারে। প্রথম নাতি ‘লক্ষ্য’কে পেয়ে প্রচণ্ড খুশি নানা-নানি। নিয়মমাফিক সবই তো হল। কিন্তু, প্রশ্নটা তো অন্য জায়গায়। এখনও অবধি তো তুষার কপূরের কোনও বিয়ের খবর শোনা যায়নি। এমনকী, কোনও এনগেজমেন্টের খবরও পাওয়া যায়নি। তা হলে? বিয়ের আগেই পুত্রসন্তান ‘লক্ষ্য’র পাপা হলেন কী করে?

বিষয়টি এ বার খোলসা করা যাক। তুষার কপূরের বাবা হওয়ার সৌজন্যে সারোগেসি। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সম্প্রতি সারোগেসি পদ্ধতিতে বাবা হয়েছেন তুষার কপূর। ছেলের নাম দিয়েছেন ‘লক্ষ্য’।

Advertisement

আরও পড়ুন: মা হলেন ডিম্পি গঙ্গোপাধ্যায়

স্বাভাবিক ভাবেই ছেলের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত তাঁর বাবা জিতেন্দ্র। ঘনিষ্ঠমহলে বলেছেন, ‘‘আমরা তুষারের এই সিদ্ধান্তকে সব সময় সাপোর্ট করেছি। লক্ষ্যকে পেয়ে দারুণ খুশি আমরা। আমি জানি খুব ভাল ছেলে হওয়ার পাশাপাশি তুষার এক জন খুব ভাল বাবাও হতে পারবে।’’

এর আগে বি-টাউনে বিয়ের আগেই দুই মেয়ের সিঙ্গল মম হয়ে সকলের কুর্নিশ আদায় করেছিলেন সুস্মিতা সেন। কয়েক বছর আগে সারোগেসিতেই আব্রামের বাবা হয়ে খবরের শিরোনামে এসেছিলেন কিঙ্গ খান। কিন্তু, এ বার আরও এক ধাপ এগিয়ে বিয়ের আগেই সারোগেসি পদ্ধতিতে ছেলের বাবা হলেন তুষার কপূর।

আরও পড়ুন

Advertisement