ফের বলিউডে শোকের ছায়া। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সুরকার ওয়াজিদ খান। সোমবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। উস্তাদ শরাফত আলি খানের দুই সন্তান একসঙ্গে পরিচিত সাজিদ-ওয়াজিদ নামেই। দুই ভাই মিলে সুর দিয়েছেন বহু হিন্দি ছবিতে। ওয়াজিদের মৃত্যুর খবর জানিয়ে প্রথমে টুইট করেন তাঁর বন্ধু সোনু নিগম। জানা গিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই তাঁর কিডনির সমস্যা ছিল। পরে মৃত্যু হয় হার্ট অ্যাটাকে।
১৯৯৮ সালে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র একটি গান কম্পোজ়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু সাজিদ-ওয়াজিদের। এর পরে ‘মা তুঝে সালাম’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘গর্ব’, ‘মুঝসে শাদি করোগি’, ‘হাউসফুল টু’, ‘এক থা টাইগার’, ‘দবং টু’, ‘বুলেট রাজা’, ‘জয় হো’, ‘জুড়ুয়া টু’, ‘দবং থ্রি’র মতো ছবিতে একাধিক গানের সুর দিয়েছেন তাঁরা। সাধারণ মানুষের মুখে মুখে ফিরেছে সে সব গান। এ ছাড়া নন-ফিল্মি অ্যালবামও করেছেন দুই ভাই। কিছু গানের কথা তাঁদের লেখা।
ওয়াজিদ অবশ্য সুর দেওয়ার পাশাপাশি গানও গেয়েছেন। ‘জয় হো’, ‘দবং টু’, ‘তুতক তুতক তুতিয়া’, ‘তেরি মেরি কহানি’তে শোনা গিয়েছে ওয়াজিদের গলা। দুই ভাইয়ের কম্পোজ় করা গান ব্যবহৃত হয়েছে ‘থ্রি দেব’ ছবিতেও, যা এখনও মুক্তির অপেক্ষায়।