Advertisement
০২ অক্টোবর ২০২৩
Urfi Javed

বিছানায় কেমন পুরুষ পেলে ধরে রাখা যাবে চেহারার তারুণ্য, টোটকা উরফির!

সবাই যদি নিয়মিত যৌনমিলনে তৃপ্তি পান, তবে বেঁচে থাকবে যৌবনও। সুস্থ যৌনজীবন বজায় রাখলে বয়স অনেকটাই কম দেখাবে বলে জানান উরফি। কী ভাবে? বিশদে ব্যাখ্যা দিলেন পদ্ধতিরও।

Urfi Javed told how to reduce age seven times in bedroom

কী করে এমন যৌবন ধরে রাখতে হয়? পরামর্শ চাইলে অবাক জবাব উরফির। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৯:২৮
Share: Save:

পরনে সাদা টপ, নীল জিন্‌স, তবে সবই ছেঁড়াফাটা! শতচ্ছিন্ন পোশাকের সঙ্গে সোনার গয়না পরে উরফি জাভেদকে দেখা গেল বিমানবন্দরে। পোশাকের ছেঁড়া অংশ দিয়ে দেখা যাচ্ছে অন্তর্বাস। “এ কী পাগল রে বাবা!” উরফিকে নামতে দেখে মন্তব্য ভেসে আসে। কেউ বলেন, “পোশাক পরার দরকার কী?” তবে উরফির অনুরাগীর দল সব সময় ভারী।কেউ কেউ মন্তব্য করলেন, “রূপ যেন ফেটে পড়ছে!” কী করে এমন যৌবন ধরে রাখতে হয়? পরামর্শ চাইলে অবাক জবাব উরফির। ঘুরে দাঁড়িয়ে বললেন, “উপায় আছে! বয়স কমবে ৭ গুণ। তবে যা বলব সেটা করতে হবে।” কী সেই উপায় যাতে রূপটান ছাড়াই বয়স চাপা দিয়ে ঘোরা যায়? টোটকা দিলেন উরফি।

জানালেন এই পদ্ধতির জন্য যেতে হবে শয়নকক্ষে। উরফির কথায়, “শারীরবিজ্ঞানীরা বলেন, সুস্থ স্বাভাবিক যৌনজীবনই বয়স ধরে রাখতে সাহায্য করে। উদ্দাম যৌনমিলনের সময় শরীর এনডরফিন নামের এক হরমোন নিঃসরণ ঘটায়। যাতে ভাল ঘুম হয়। রক্ত সঞ্চালন বাড়ে। এতেই ভাল থাকে আমাদের ত্বক। বয়সের ছাপ পড়ে না।”

তাই উরফির পরামর্শ, সবাই যদি নিয়মিত যৌনমিলনে তৃপ্তি পান, তবে বেঁচে থাকবে যৌবনও। সুস্থ যৌনজীবন বজায় রাখলে বয়স অনেকটাই কম দেখাবে বলে জানান তিনি। এই শুনে লজ্জা পান অনুরাগীরা। তবে নিন্দকদের কটাক্ষ, উরফিও কি এ ভাবেই যৌবন ধরে রাখছেন? তাঁর জীবনে পুরুষসঙ্গীর সংখ্যা নিয়েও কৌতূহল প্রকাশ করেন অনেকে। যদিও সে সবের উত্তর না দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন মডেল-তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE