বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে।
এ কী পরলেন উরফি জাভেদ! এ যে আগুন নিয়ে খেলা…বলছেন অনেকেই। সারা শরীরে ব্লেডের নকশা তুলে প্রকাশ্যে এলেন তিনি। যেন অস্ত্র ঝনঝন করছে তাঁর অভিব্যক্তিতেও।
বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে। কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে সেফটিপিনের পোশাক। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। এ বার নতুন অবতারে দেখা গেল তাঁকে।
দুই পোশাকশিল্পী তাঁর গায়ে সন্তর্পণে বসিয়ে দিচ্ছিলেন ব্লেডের জামা। রাশি রাশি ব্লেডে ঝলমল করছেন উরফি। তবে হাত দেওয়ার উপায় নেই। নতুন ব্লেডের ধারে রক্তারক্তি হয়ে যেতে পারে। তবু পরোয়া কী! নতুন কোনও সাজ মানেই উত্তেজনা। শান্ত মেয়ের মতো একরাশ বিপদ অঙ্গে তুলে নিলেন তারকা। নেট দুনিয়ায় ভাইরাল হল সাজঘরের সেই মুহূর্ত।
ভিডিয়ো দেখে অনেকেই লিখলেন, ‘আর কী কী অঙ্গে তুলবেন তিনি?’ আবার কেউ লিখলেন, ‘কী দরকার এ সব করে নজর কাড়ার?’ তবে এই কথা শুনলেই সবচেয়ে বেশি খেপে ওঠেন উরফি। এক বার বলেছিলেন, “ইন্ডাস্ট্রি আমার বাবার নয় যে চাইলেই কাজ পাব!” যদিও শোনা যায়, বলিপাড়ায় ঘুরে ঘুরে কাজ পাওয়ার চেষ্টা করে চলেছেন প্রাক্তন ‘বিগ বস্’ প্রতিযোগী। যে কোনও কারণেই হোক, দু’একটি মিউজিক ভিডিয়োর কাজ ছাড়া প্রস্তাব পাননি উরফি। রোজই তাঁকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে। কোথায় যে যান, কেন যান, কেউ জানে না। তবু এমনিই বিখ্যাত তিনি।
তবে পাপারাৎজি তাঁকে পেলেই ছেঁকে ধরে। তিনি যাতে বেফাঁস মন্তব্য করেন সে জন্যও চলে পীড়াপীড়ি। তবে সাহসী পোশাক যেমন পরেন, তেমনই নিজেও সাহসী উরফি। বিভিন্ন সময় নারীদের প্রতি হেনস্থা কিংবা শরীর নিয়ে কটাক্ষের মিছিলে মুখ খুলেছেন তিনি। রণবীর সিংহের অনাবৃত ফোটোশ্যুট বিতর্কেও রণবীরকেই সমর্থন করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy