Advertisement
১২ নভেম্বর ২০২৪
Urfi Javed

নিরাবরণ শরীরেও ধার কম নয়! রাশি রাশি ব্লেড গায়ে নিয়ে ঝলমল করছেন উরফি

সেফটিপিনের পর এ বার ব্লেড! অনাবৃত শরীরে রাশি রাশি ব্লেড-নির্মিত পোশাক চড়িয়ে নিলেন উরফি। সে নিয়ে ফের শোরগোল, আরে, রক্তারক্তি হয়ে যাবে তো!

বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে।

বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯
Share: Save:

এ কী পরলেন উরফি জাভেদ! এ যে আগুন নিয়ে খেলা…বলছেন অনেকেই। সারা শরীরে ব্লেডের নকশা তুলে প্রকাশ্যে এলেন তিনি। যেন অস্ত্র ঝনঝন করছে তাঁর অভিব্যক্তিতেও।

বিচিত্র সব পোশাক পরে মডেল-তারকা উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে। কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে সেফটিপিনের পোশাক। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। এ বার নতুন অবতারে দেখা গেল তাঁকে।

দুই পোশাকশিল্পী তাঁর গায়ে সন্তর্পণে বসিয়ে দিচ্ছিলেন ব্লেডের জামা। রাশি রাশি ব্লেডে ঝলমল করছেন উরফি। তবে হাত দেওয়ার উপায় নেই। নতুন ব্লেডের ধারে রক্তারক্তি হয়ে যেতে পারে। তবু পরোয়া কী! নতুন কোনও সাজ মানেই উত্তেজনা। শান্ত মেয়ের মতো একরাশ বিপদ অঙ্গে তুলে নিলেন তারকা। নেট দুনিয়ায় ভাইরাল হল সাজঘরের সেই মুহূর্ত।

ভিডিয়ো দেখে অনেকেই লিখলেন, ‘আর কী কী অঙ্গে তুলবেন তিনি?’ আবার কেউ লিখলেন, ‘কী দরকার এ সব করে নজর কাড়ার?’ তবে এই কথা শুনলেই সবচেয়ে বেশি খেপে ওঠেন উরফি। এক বার বলেছিলেন, “ইন্ডাস্ট্রি আমার বাবার নয় যে চাইলেই কাজ পাব!” যদিও শোনা যায়, বলিপাড়ায় ঘুরে ঘুরে কাজ পাওয়ার চেষ্টা করে চলেছেন প্রাক্তন ‘বিগ বস্’ প্রতিযোগী। যে কোনও কারণেই হোক, দু’একটি মিউজিক ভিডিয়োর কাজ ছাড়া প্রস্তাব পাননি উরফি। রোজই তাঁকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে। কোথায় যে যান, কেন যান, কেউ জানে না। তবু এমনিই বিখ্যাত তিনি।

তবে পাপারাৎজি তাঁকে পেলেই ছেঁকে ধরে। তিনি যাতে বেফাঁস মন্তব্য করেন সে জন্যও চলে পীড়াপীড়ি। তবে সাহসী পোশাক যেমন পরেন, তেমনই নিজেও সাহসী উরফি। বিভিন্ন সময় নারীদের প্রতি হেনস্থা কিংবা শরীর নিয়ে কটাক্ষের মিছিলে মুখ খুলেছেন তিনি। রণবীর সিংহের অনাবৃত ফোটোশ্যুট বিতর্কেও রণবীরকেই সমর্থন করেছিলেন।

অন্য বিষয়গুলি:

Urfi Javed Blades Outfit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE