Advertisement
E-Paper

‘নকল ঐশ্বর্যা কোথাকার!’ কান-এ রকমারি সাজে উর্বশীকে কটাক্ষ, পাল্টা নিজেকে ‘ব্লু প্রিন্ট’ আখ্যা!

উর্বশীকে ‘নকল ঐশ্বর্যা’ বলে সম্বোধন করেছেন অনেকেই। তাতেই বেজায় চটে যান অভিনেত্রী। পাল্টা জবাবে কী বলেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:১৭
Urvashi Rautela reacts to being Called Aishwarya Rai with zero Charisma

(বাঁ দিকে) উর্বশী রৌতেলা, ঐশ্বর্যা রাই বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক ধরে কান-এ যাচ্ছেন উর্বশী রৌতেলা। যদিও প্রথম বছরে অনেকেই তাঁকে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেন। ঐশ্বর্যা বলে ডেকেও ফেলেন। পরে ভুল ভাঙান উর্বশী নিজেই। এ বার কান-এ উর্বশীর প্রথম দিনের পোশাকের সঙ্গে বেশ কয়েক বছর আগে ঐশ্বর্যার পোশাকের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। তাতেই উড়ে এসেছে কটাক্ষ। ‘নকল ঐশ্বর্যা’ বলে সম্বোধন করেছেন অনেকেই। তাতেই বেজায় চটে যান অভিনেত্রী। পাল্টা জবাবে কী বললেন?

চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাতেও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম দিন ঠিক এই রূপেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী উর্বশী। কানেও ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন নায়িকা৷ কিন্তু তাঁর সেই চেষ্টার ফল হল তিক্ত। এ দিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ। কিন্তু উর্বশীর সাজ মনে ধরেনি অনুরাগীদের। ২০১৮ সালে ঐশ্বর্যা মাইকেল সিনকোর নকশা করা এই একই ধরনের গাউন পরেছিলেন।

অভিনেত্রী একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে একটি মন্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে কেউ তাঁকে লেখেন, ‘‘কোনও ক্যারিশমা ছাড়াই ঐশ্বর্যা রাই হওয়ার চেষ্টা।’’ উর্বশী পাল্টা লিখেছেন, “কোনও ক্যারিশমা ছাড়াই ঐশ্বর্যা রাই হওয়ার চেষ্টা করছি? তা হলে বলে রাখি, ঐশ্বর্যার সঙ্গে কারও তুলনা হয় না। আমি এখানে কাউকে নকল করতে আসিনি। আমি আসলে ব্লু প্রিন্ট।”

অভিনেত্রী আরও বলেন, “কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে সকলের মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য। যদি আমার চেহারা, আমার সাজ-পোশাক, অথবা আমার আত্মবিশ্বাস আপনাকে অস্বস্তিতে ফেলে... তা হলে হয়তো একটা গভীর নিঃশ্বাস নিন (অথবা দু’টি)। আমি কারও কাপের চা নই, আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো।”

Urvashi Rautela Cannes Film Festival Cannes 2025 Aishwarya Rai Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy