প্রচারের আলোয় থাকতে ভালবাসেন উর্বশী রৌতেলা। কখনও নিজের ছবির প্রচার করে, কখনও আবার আলটপকা মন্তব্য করে আলোচনায় থাকেন। এ বার অবশ্য নতুন কারণ। তিনি এ বার নকলনবিশ। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নকল করছেন তিনি? সমাজমাধ্যমে প্রিয়ঙ্কা যা লিখছেন, তা নাকি হুবহু টুকে দিচ্ছেন উর্বশী। প্রশ্ন করতেই যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী।
আরও পড়ুন:
সম্প্রতি নৃতত্ত্ববিদ জেন গুডঅল-এর একটি উক্তি ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই একই পোস্ট উর্বশীও নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন। তবে এই প্রথম নয়। মহাত্মা গান্ধীর একটি উক্তি ভাগ করে নিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেটাও হুবহু ভাগ করে নেন উর্বশী। মোদ্দা কথা প্রিয়ঙ্কা ও উর্বশীর সমাজমাধ্যমের প্রায় সব লেখাই এক। তাতেই উর্বশীকে নিয়ে সমালোচনা শুরু হয়। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, “কী বলছেন, আমি কিছুই বুঝছি না। এ সব নিয়ে কিছু জানি না। যাঁদের সময় অনেক বেশি, তাঁরা এ সব দেখতে থাকেন। আর প্রিয়ঙ্কা চোপড়া এমন একজন যাঁকে আমি সমাজমাধ্যমে অনুসরণ করি।’’
অভিনেত্রীর এমন উত্তর শুনে কেউ লেখেন, “আমি সবসময় ভাবি, উর্বশী কি সত্যিই বোকা নাকি প্রচারে থাকার জন্য বোকা হওয়ার ভান করে? আসলে কোনও কথাই ওর গায়ে লাগে না। খুবই হাস্যকর। ওর এই আচরণ দেখলে হাসিই পায়। দারুণ!” কেউ ব্যঙ্গ করে লেখেন, “না উনি কিছুই জানেন না, আসলে প্রিয়ঙ্কা চোপড়া ওঁকে নকল করছেন।’’ ফের উর্বশী যে নেটপাড়ার বাসিন্দাদের কাছে হাসির পাত্রী হয়েছেন, তা বলাই বাহুল্য।