Advertisement
E-Paper

প্রেম দিবসে ঢাকা ছেড়ে কোথায় গেলেন জয়া? কার সঙ্গে?

মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেনটাইন ডে আউট।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২১
জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম।

জয়া আহসান। ছবি: ইনস্টাগ্রাম।

‘অর্ধাঙ্গিনী’র শুট শেষ করে জয়া এখন ঢাকায়। সালোঁ উদ্বোধন আর বিজ্ঞাপনী শুট নিয়েই দিন কাটছে তাঁর। এ মাসের ২০ তারিখে আবার তিনি কলকাতায়। এর মাঝেই চলে এল ভ্যালেন্টাইন্স ডে। কেমন করে কাটাচ্ছেন আজকের দিনটি? শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালকে ঢাকা থেকে ফোনে জানালেন সে কথা।

“এ বার ভ্যালেনটাইন ডে’টা একটু অন্যরকম ভেবেছি। মায়ের সঙ্গে কাটাব। এত কাজ, ঢাকা-কলকাতা করতে করতে ভেবে দেখলাম, মায়ের সঙ্গেই সময় কাটান হয়নি। তাই মা আর পরিবারের কয়েকজনকে নিয়ে আজ ভ্যালেনটাইন ডে আউট। আসলে এটা প্রেমের দিন। সেই দিনটার উদ্‌যাপনই আসল কথা। ঢাকা থেকে দূরে আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। সেখানেই যাব।”

আরও পড়ুন:প্রথম প্রেম, ব্রেক আপ আর আজ...ঋতাভরী-সোহম

কথা প্রসঙ্গে জানালেন, খুব ইচ্ছে ছিল বইমেলা যাওয়ার। “বইয়ের গন্ধের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে”বললেন জয়া। বই দেখতে গেলেও ঢাকার মানুষ এমনভাবে তাঁকে ঘিরে ধরেন যে বইমেলা যেতে আর সহজ বোধ করেন না তিনি। তবুও আফশোসের সুর জয়ার গলায়,“বইমেলায় এক বার যেতেই হবে। আপাতত আজ ভ্যালেনটাইন চলুক”।

Jaya Ahsan Bengali Film Actress Actress Dhaka Bangladesh Valentine's Day V day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy