সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন বরুণ ধবন এবং নাতাশা দলাল। গত রবিবার রাত থেকেই নবদম্পতির জন্য শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। সে রকমই এক শুভেচ্ছাবার্তা থেকে পাওয়া গেল বলিউডে আরও এক বিয়ের আভাস!
খুব শিগগির গাঁটছড়া বাঁধতে পারেন শ্রদ্ধা কপূর। শ্রদ্ধার বন্ধু এবং সহকর্মী বরুণ ইঙ্গিত করছেন তেমনটাই। এ বার পুরো বিষয়টা একটু ভেঙে বলা যাক।
বরুণ-নাতাশাকে শুভেচ্ছা জানিয়ে বলিউডের সেলিব্রিটি ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ তাঁদের বিয়ের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। রোহন লেখেন, ‘শুভেচ্ছা ভিডি (বরুণ ধবন) এবং নাটস (নাতাশা)। যা তুমি জান, তা তুমি জান। বরুণ তুমি সৌভাগ্যবান'।