Advertisement
০১ ডিসেম্বর ২০২৩
Entertainment News

বরুণ ধবন ‘জুড়ুয়া টু’-এর ফার্স্ট লুক শেয়ার করলেন

টুইটারে বরুণ ছবির প্রথম ঝলক ও একটি মিনি টিজার শেয়ার করেছেন। ছবির ট্রেলার মুক্তি পাবে ২১ অগস্ট। ছবি মুক্তি সেপ্টেম্বরে।

ছবির ফার্স্ট লুকেই নিজের টুইটারের প্রোফাইল পিকচার। ছবি: বরুণ ধবনের টুইটার পেজের সৌজন্যে।

ছবির ফার্স্ট লুকেই নিজের টুইটারের প্রোফাইল পিকচার। ছবি: বরুণ ধবনের টুইটার পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১৭:৫২
Share: Save:

১৯৯৭-এ যমজ ভাইয়ের গল্প নিয়ে তৈরি ‘জুড়ুয়া’ দিয়ে বলিউড কাঁপিয়েছিলেন ডেভিড ধবন। তাঁর জন্মদিনেই সেই ছবির সিক্যুয়েলের ফার্স্ট লুক শেয়ার করলেন ছেলে বরুণ ধবন। তিনি নিজেই এ ছবির নায়ক। টুইটারে বরুণ ছবির প্রথম ঝলক ও একটি মিনি টিজার শেয়ার করেছেন।

' ! (_) ! _ (_)

' ! (_) (_)

' ! (_) ! _ (_)

‘জুড়ুয়া’ ছবিতে ছিলেন সলমন খান, করিশ্মা কপূর এবং রম্ভা। প্রায় ২০ বছর পরে ফের বড় পরদায় করিশ্মা-সলমন-রম্ভার জাদু ফিরিয়ে আনছেন পরিচালক। তৈরি হচ্ছে ‘জুড়ুয়া টু’। তবে বদলে গিয়েছে অভিনেতা। সিক্যুয়েলে সলমনের জায়গায় প্রেম ও রাজার চরিত্রে অভিনয় করবেন ডেভিড-পুত্র বরুণ। করিশ্মা আর রম্ভার জায়গায় দেখা যাবে যথাক্রমে তাপসী পন্নু এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে।

আরও পড়ুন, এনগেজমেন্ট সেরে ফেললেন পূজা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, ফ্যাশন শো-এ ‘রাজকুমারী’ দিশা পটানি

ছবির ট্রেলার মুক্তি পাবে ২১ অগস্ট। ছবি মুক্তি সেপ্টেম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE