ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের বাদ দিয়েই বিয়েটা সারবেন ভেবেছিলেন বরুণ ধবন। আরব সাগরের উপকূল শহর আলিবাগে, গোধুলি লগ্নে একান্ত পরিসরেই এক হতে চেয়েছিলেন ছোট্টবেলার প্রেমিকা নতাশা দলালের সঙ্গে। কিন্তু, শেষমেশ তারকাদের দূরে রাখার প্রতিজ্ঞা ধরে রাখতে পারলেন না। বরুণ ধবনের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র পাওয়া খবর বলছে, ৬ দিনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুধুমাত্র বলিউডের বেশ কিছু কাছের বন্ধু ও প্রভাবশালী তারকাকেই বেছে নিয়েছেন ডেভিড ধবনের পুত্র। বরুণ নতাশার সঙ্গীত, মেহেন্দি, থেকে শুরু করে বিয়ের ধর্মীয় অনুষ্ঠান মাতিয়ে রাখবেন তাঁরাই। বরুণের ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা বলে এ কথা জানিয়েছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম।
কী জানা গিয়েছে?
বরুণ ধবনের বিয়ের এক্সক্লুসিভ অতিথি তালিকায় থাকছেন, সলমন খান, কর্ণ জোহর, আলিয়া ভট্ট ও রণবীর কপূর, ক্যাটরিনা কৈফ ও ফিল্ম জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কিছু বন্ধু। বরুণের ঘনিষ্ঠ সূত্রের উল্লেখ করে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে, সপরিবার অমিতাভ বচ্চনও থাকছেন বিশেষ আমন্ত্রিতের তালিকায়।