অহমদাবাদের বিমান দুর্ঘটনার নেপথ্যের কারণ নিয়ে তদন্ত চলছে। বিধ্বংসী এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। কী ভাবে কয়েক মিনিটের মধ্যে এমন ঘটতে পারে, তা ভেবেই সকলে স্তম্ভিত। বলিউডের তারকারাও এই ঘটনা নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। দুর্ঘটনার ভয়াবহতা দেখে শুধুই ঈশ্বরের নাম জপছিলেন অমিতাভ বচ্চন। এ বার স্বচ্ছ তদন্তের দাবি জানালেন বর্ষীয়ান অভিনেতা।
বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে ২৪১ জন যাত্রীর। নিজের ব্লগে দুঃখপ্রকাশ করে অমিতাভ লিখেছেন, “বিমান দুর্ঘটনার জেরে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে এবং গভীর ভাবে শোকাচ্ছন্ন। দেশ ও গোষ্ঠী নির্বিশেষে এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন তাঁদের প্রতি সহানুভূতি রইল।”
বিগ বি আরও লেখেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শোক যেন সংহতির রূপ নেয়। স্বচ্ছ তদন্তের মাধ্যমে যেন সবটা আমাদের স্মৃতিতে থাকে। অর্থপূর্ণ পদক্ষেপ যেন করা হয়, যাতে ক্ষতিগ্রস্তরা সেরে উঠতে পারেন।” স্বচ্ছ তদন্তের দাবি জানানোয় নেটাগরিকেরা প্রশ্ন তুলছেন, অমিতাভ কি অন্য কোনও ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন এই ঘটনার নেপথ্যে?
বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরে এক্স হ্যান্ডলেও একটি পোস্ট করেছিলেন অমিতাভ। ‘টি ৫৪১০’ এই সংখ্যার সঙ্গে অমিতাভ লিখেছিলেন, “হে ভগবান! হে ভগবান! হে ভগবান! স্তব্ধ ও আহত! ঈশ্বর কৃপা করুন। ক্ষতিগ্রস্তদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি।” এই পোস্ট দেখেই অমিতাভের অনুরাগীদের ধারণা, ঘটনায় শোকাচ্ছন্ন তিনি। তাই ঈশ্বরের নাম জপে শান্তির সন্ধান করছেন।
উল্লেখ্য, ঘটনা নিয়ে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। আমির খানের তরফ থেকে লেখা হয়েছে, “এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণ ভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” জাহ্নবী কপূর লিখেছেন, “এই ঘটনা ভিতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যার পরে কথা বলার মতো অবস্থায় থাকে না মানুষ। বিমানের যাত্রী ও কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা।” অক্ষয় কুমার, শাহরুখ খান, রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়াও শোকপ্রকাশ করেছেন।