প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও। ‘আনন্দ’, ‘মেরে আপনে’-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
রমেশের ছেলে মরাঠি অভিনেতা অজিঙ্ক দেও সংবাদমাধ্যমকে জানান, বেশ কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার কনিষ্ঠ পুত্র অভিনয় দেও বলিউডের পরিচালক। ‘গেম’, ‘দিল্লি বেলি’-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
১৯২৯ সালে ৩০ জানুয়ারি মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন রমেশ। একাধিক মরাঠি ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। ১৯৬২ সালে রাজশ্রী প্রোডাকশনসের প্রযোজনায় ‘আরতি’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন বলিউডে। এর পর অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শত্রুঘ্ন সিংহের মতো একাধিক তারকার সঙ্গে কাজ করেন তিনি।