২০১৮-র শেষে রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরকে যাঁরা দাদা বলে ডাকেন, তাঁদের সম্পর্কে দীপিকা এখন বৌদি! ভিকি কৌশল ইন্ডাস্ট্রিতে রণবীরের জুনিয়র। সেই অর্থে রণবীর দাদা। ফলে দীপিকা তো তাঁর বৌদিই হবেন। এই সরল সমীকরণ অন্য সকলে মেনে নিলেও মানতে রাজি নন দীপিকা নিজে। ফলে প্রকাশ্যে দীপিকাকে ‘বৌদি’ বলে ডেকে নাকি বিপাকে পড়লেন ভিকি!
আসল ঘটনাটি ঠিক কী? ভিকির ওপর এই কারণে কি খুব রেগে গিয়েছেন দীপিকা?
সম্প্রতি এক অ্যাওয়ার্ডের মঞ্চে গিয়েছিলেন দীপিকা-রণবীর। সেখানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশল। জোর করে মঞ্চে ফের দীপিকা-রণবীরের বিয়ে দেন তাঁরা। আর সেখানেই সকলের সামনে দীপিকাকে বৌদি বলে সম্বোধন করেন ভিকি।
এর পরই নাকি দীপিকার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি যে একটুও খুশি হননি তা স্পষ্ট বুঝিয়ে দেন। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য নায়িকা ভিকিকে বলেন, আর যাই হোক ‘বৌদি’ বলে যেন তাঁকে সম্বোধন না করা হয়। তবে গোটা ঘটনাটিই দীপিকা মজার ছলে ঘটিয়েছেন বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন, সারা আলি খানের চুমুর ভিডিয়ো ভাইরাল?
.@deepikapadukone and @RanveerOfficial take pheras on the stage of #ZeeCineAwards2019 😍
— Bollywood Life (@bollywood_life) March 19, 2019
How many retweets for these two?@ZeeCineAwards pic.twitter.com/hyIkchq4Lf
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)