একদিকে বিখ্যাত পরিচালক। অন্য দিকে বলিউডের প্রথম সারির নায়িকা। তাঁদের ঝগড়ার খবরে পেজ-থ্রি সরগরম ছিল বেশ কয়েকদিন। তার পর তাঁদের আড়ি থেকে ভাব হল। সাড়া পড়ে গেল বিনোদন দুনিয়ায়। তাঁরা সুজয় ঘোষ এবং বিদ্যা বালন।
অভিমানের পালা মিটলে সুজয় আবার কাস্ট করেছেন বিদ্যাকে। আর বিদ্যাও অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে সুজয়ের পরের ছবি করতে রাজি। এ সব তো ঠিকই ছিল। এখন শোনা যাচ্ছে, ‘দুর্গা রানি সিংহ’-তেও একসঙ্গে কাজ করবেন সুজয়-বিদ্যা! ফলে এই ঐতিহাসিক চরিত্রটি হাতছাড়া হতে বসেছে কঙ্গনা রানাওয়াতের। সত্যিই বন্ধুত্বের কি অপার মহিমা!
ঠিক কী ঘটেছিল?