মুক্তির আগে এখনও পর্যন্ত মোট ন’টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে অর্ক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘খোঁজ’। থ্রিলার এই গল্পের ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। আর তাতেই ফার্স্ট রাউন্ডে দর্শকদের মন জয় করে ফেলেছে বিক্রম চট্টোপাধ্যায় ও শতাফ ফিগার অভিনীত ছবিটি।
আরও পড়ুন, ফের বিয়ে করছেন করিশ্মা?
চিত্রনাট্য অনুযায়ী এক পুলিশ কাজের প্রয়োজনে একজন ডাক্তারের বাড়িতে যান। সেই বাড়ি থেকে ক্রমাগত এক মহিলার চিৎকার ভেসে আসতে থাকে। ডাক্তার পুলিশটিকে বাড়িতে ঢুকতে দেননি। অসংলগ্ন কথাও বলেন। প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে পুলিশটি সন্দেহজনক তথ্য জানতে পারে। রহস্য ক্রমশ জমাট বাঁধতে থাকে। ডাক্তারের চরিত্রে শতাফকে কাস্ট করেছেন পরিচালক। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বিক্রম।
‘খোঁজ’এর গল্প স্ক্রিনপ্লে সবটাই পরিচালকের। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রাজা নারায়ণ দেব। একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। ❤️❤️ !!
Here goes the trailer, #Khoj❤️❤️ Hope you all like it, do let me know!! https://t.co/BGAAVrZpqX via @youtube
— Vikram Chatterjee (@VikramChatterje) April 19, 2017
‘খোঁজ’এর গল্প স্ক্রিনপ্লে সবটাই পরিচালকের। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রাজা নারায়ণ দেব। একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।