সেই ছবি ফুটে উঠছে গর্ভাবস্থার চিহ্ন। এই ছবি পোস্টের পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ১৭:০৭
অ্যামির পোস্ট করা এই ছবি নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
প্রথমবারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। গর্ভে সন্তান ধারণ করে কেমন কাটছে তাঁর জীবন। সে কথা ছবি প্রকাশের মাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন ২৭ বছরের এই অভিনেত্রী। গতকাল নিজের একটি টপলেস ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি ফুটে উঠছে গর্ভাবস্থার চিহ্ন। এই ছবি পোস্টের পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ছবি পোস্ট করে অ্যামি লিখেছেন, ‘গ্রিস? নাহ। আমি আর আমার বাচ্চা বাকি গ্রীষ্ম এই বাগানেই কাটাব। আর তাঁর আবির্ভাবের জন্য অপেক্ষা করব।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এটা তাঁর গর্ভবস্থার ৩৩তম সপ্তাহ।
অ্যামি জ্যাকসন ও তাঁর হবু বর জর্জ পানাইয়োটাও এ বছর মার্চ মাসে প্রথম জানিয়েছিলেন অ্যামির গর্ভাবস্থার কথা। তার পর থেকে নিজের গর্ভাবস্থার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অ্যামি। দেখুন সেই সব ছবি-