নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বুধবার তিনি পোস্ট করেছেন চারটি ছবি ও একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো। আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়েছে সেই সব ছবি, ভিডিয়ো। মৌনি রায়ের সেই পোস্টে লাইক পড়েছে প্রায় সাড়ে ছ’লক্ষ।
সেই ছবিতে মৌনিকে দেখা যাচ্ছে, লাল রঙের বিকিনিতে। তার উপরে তিনি পরেছেন লাল রঙেরই পাতলা রোব। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিচ ডে=হ্যাপি হ্যাপি’। দেখুন সেই পোস্ট—
তবে মৌনি রায়ের বিকিনি পরিহিত ছবি নেটদুনিয়ায় নতুন কিছু নয়। প্রায়শই তিনি বিকিনি পরে ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। গত সেপ্টেম্বরেই গোয়ায় ছুটি কাটাতে গিয়ে পোস্ট করেছিলেন বিকিনির ছবি। দেখুন সেই পোস্ট—