লকডাউনে ঘরবন্দি সেলিব্রিটিরাও। বাড়ির ভিতর তাঁরা কী করছেন সে সব ছবি ভিডিয়ো প্রায়শই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সব ছবি-ভিডিয়ো ঘিরে নেটাগরিকদের উৎসাহও চোখে পড়ার মতো।
বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন একটি ছবি ও ভিডিয়ো। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের বিকিনিতে সানবাথ নিতে। বাড়ির ছাদেই এই ভিডিয়োটি তিনি করেছেন বলে জানা গিয়েছে। পাশে জিমের যন্ত্রপাতিও দেখতে পাওয়া যাচ্ছে।
এই ছবি দেখে কৃষ্ণার প্রশংসায় মজেছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘আসাধারণ লাগছে।’’ কেউ বলেছেন, ‘‘চোখ জুড়িয়ে যাচ্ছে।’’ এক জন আবার বলেছেন, ‘‘আপনার ফিটনেস আমাকে অনুপ্রাণিত করে।’’ দেখুন সেই পোস্ট—
যদিও এই প্রথম নয়। এর আগেও ঘরবন্দি থাকার সময় বিকিনি পরে নিজের ছবি পোস্ট করেছিলেন কৃষ্ণা। দেখুন সেই সব ছবি—
আরও পড়ুন: সিল করা হল মুম্বইয়ের ‘ওবেরয় স্প্রিংস’, কোন বলি তারকারা এই আবাসনে থাকেন জানেন?
আরও পড়ুন: মুম্বই এসেছিলেন ক্রিকেটার হতে, ইংরেজিতে সুদক্ষ ম্যাক হয়ে গেলেন খলনায়ক