Viral: Parineeti Chopra shares her Maldives vacation photo dgtl
মলদ্বীপে সুইমসুটে পরিনীতি চোপড়া, মুহূর্তে ভাইরাল ছবি
সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৩:০৭
মলদ্বীপে পরিনীতি চোপড়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
হাতে তাঁর একাধিক ছবির কাজ। সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। সেখানে ছুটি কাটানোর কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ৩১ বছরের এই অভিনেত্রী। তার পরই ভাইরাল হয়েছে ছবিগুলি।
সেখানে পরিনীতিকে দেখা যাচ্ছে কালো সুইমসুটে। চোখে তাঁর কালো সানগ্লাস। তা পরেই তিনি শুয়ে রয়েছেন সমুদ্রের জলে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “সমুদ্রের মাঝখানে হ্যামক? ইয়েস প্লিজ!” পোস্ট করার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই সেই ছবিতে লাইকে করেছেন সাড়ে সাত লক্ষেরও বেশি ইউজার। তাঁর পোস্ট করা অপর একটি ছবিতেও লাইক পড়েছে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি।
নতুন বছরের শুরুতেও ঘুরতে গিয়েছিলেন পরিনীতি। অস্ট্রিয়ায় গিয়ে সেখান থেকেও আপলোড করেছিলেন একাধিক ছবি ও ভিডিয়ো। দেখুন মলদ্বীপে ছুটি কাটানোর ছবি—