দীপাবলির ছুটি কাটাতে দুবাই গিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। সেখানে স্বামী ড্যানিয়েল ও মেয়ে নিশার সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি কয়েক ঘণ্টা আগে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই সব ছবি।
সেই সব ছবিতে বিকিনি পরিহিত সানির মাথায় কালো চুপি, চোখে সানগ্লাস। কখনও তিনি দাঁড়িয়ে আছেন এক কোমর জলে। আবার কোনও ছবিতে জলের মধ্যেই ভাসিয়ে রেখেছেন নিজের শরীরকে। একটি ছবি তিনি দিয়েছেন স্বামী ড্যানিয়েলের সঙ্গে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিউটি পাই!’
আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লক্ষ লাইক পড়েছে প্রত্যেকটি ছবিতে। এর মধ্যে সবথেকে বেশি লাইক পড়েছে সানি-ড্যানিয়েলের ছবিতে। দেখুন সেই সব ছবি-
Last one of pool/water time. It looks like a postcard!
Finally some sun!! Thanks Dubai!
আরও পড়ুন: ‘মহাপীঠ তারাপীঠ’-এ বামাক্ষ্যাপার সিদ্ধিলাভ! কী বলছেন সব্যসাচী?
আরও পড়ুন: ‘ডিডিএলজে’-র গান গেয়ে দীপাবলিতে ফের ভাইরাল রানু মন্ডল!