Viral Video: Ranu Mondal sings song from flim Dilwale Dulhania Le Jayenge dgtl
‘ডিডিএলজে’-র গান গেয়ে দীপাবলিতে ফের ভাইরাল রানু মন্ডল!
তার মধ্যে ছিল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির একটি গান।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৯:১৫
রিয়েলিটি শো-তে রানু। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পর থেকেই ছুটে চলেছে রানু-রথ। বলিউড ছবি থেকে একের পর রিয়েলিটি শো-তে গান গাইছেন তিনি। ১৩ অক্টোবর মালয়ালম রিয়েলিটি শো ‘কমেডি স্টার’-এ উপস্থিত ছিলেন তিনি।
সেখানে গিয়ে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির ‘তেরি মেরি কাহানি’ গানটি ছাড়াও গেয়েছেন বেশ কয়েকটি গান। তার মধ্যে ছিল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির একটি গান। ডিডিএলজে ছবির সেই গানের ভিডিয়ো রবিবার আপলোড করা হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। আলোর উৎসবের আবহেই নেটদুনিয়ায় ফের আলোচনায় উঠে এসেছেন রানাঘাটের রানু মন্ডল।
ইনস্টাগ্রামে আপলোড হওয়া সেই ভিডিয়োতে রানুকে দেখা যাচ্ছে, ‘তুঝে দেখা তো এ জানা সনম’টি গানটি গাইতে। বলিউডের এভারগ্রিন এই গান রানুর গলায় শুনে ফের নস্ট্যালজিক নেটদুনিয়া। দেখুন সেই ভিডিয়ো-