লকডাউনের জেরে ঘরবন্দি বিরাট কোহালি অনুষ্কা শর্মা জুটি। গৃহবন্দি জীবন যে ভাবে কাটছে তাঁদের, তা প্রায়শই তুলে ধরছেন তাঁরা। শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সেই ভিডিয়োতে বিরাটের হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
ভিডিয়োটি শনিবার সকালে আপলোড করার দু’ঘণ্টার মধ্যে দেখা হয়েছে ১৬ লক্ষ বার। সেখানে বিরাটকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কোয়রান্টিন এ রকম ঘটনায় ঘটাচ্ছে। রান্না ঘরের কাঁচি দিয়ে হেয়ারকাট। সুন্দর চুল কেটেছেন আমার স্ত্রী।’’
দেখুন সেই ভিডিয়ো—
Meanwhile, in quarantine.. 💇🏻♂💁🏻♀
গৃহবন্দি থাকার সময় বিরুষ্কা দম্পতি একসঙ্গে হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউন ঘোষণার পর হাই প্রোফাইল এই দম্পতি দেশবাসীকে তা মেনে চলার আবেদন করেছিলেন। দেখুন সেই ভিডিয়ো—
एकता दिखाएँ, जीवन और देश बचाएँ 🙏🏻 @narendramodi
আরও পড়ুন: রামায়ণের পর মহাভারত, আজ থেকে ফের পুনঃসম্প্রচার
আরও পড়ুন: শন থেকে মনামি, কী করছেন লকডাউনে?