লকডাউনের শুরু হওয়ার পর দূ্রদর্শনের পর্দায় পুনঃসম্প্রচারিত হচ্ছে রামানন্দ সাগরের রামায়ণ। সেই ধারাবাহিকে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী। সম্প্রতি ৮১ বছরের এই অভিনেতা দেখছিলেন নিজের অভিনীত রামায়ণের সীতাহরণ পর্ব। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই নেটদুনিয়ায় ফের আলোচনা হচ্ছে রামায়ণ নিয়ে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের বাড়িতে বসে রামায়ণ দেখছেন অরবিন্দ। সে সময় টিভির পর্দায় সীতাহরণ পর্ব চলছে। বেশ মনযোগ সহকারেই তা দেখছেন তিনি। দেখতে দেখতে সীতাকে যখন জোর করে তুলে নিয়ে যাচ্ছেন রাবণ, তখন অরবিন্দকে দেখা গেল চেয়ারে বসেই দু’হাত জোড় করে প্রার্থনা করতে।
দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: নববর্ষে এইচআইভি পজিটিভ শিশুদের সাহায্যের হাত বাড়ালেন মিমি
রামায়ণের পুনঃসম্প্রচার শুরু হওয়ার পর রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলকেও দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে সেই ধারাবাহিক দেখতে। দেখুন সেই ছবি—
আরও পড়ুন: টাকা, ক্ষমতা কিচ্ছু না! বুঝিয়ে দিল এই করোনা, এই নববর্ষ