প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে ‘টিকটক’ ভিডিয়ো শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাই কোর্ট। গুগল ও অ্যাপলের স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপটি। কিন্তু এই অ্যাপ নিয়ে জনসাধারণের উৎসাহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়া দেখেই।
যেমন সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এক দম্পতির টিকটক ভিডিয়ো। সেই ভিডিয়োতে ওই দম্পতি অভিনয় করছেন ‘ক্রান্তি’ সিনেমার গানের একটি বিখ্যাত দৃশ্যে। ‘জিন্দেগি কি না টুটে লাড়ি’ গানের সেই নাটকীয় দৃশ্যে এক সময় দেখা গিয়েছিল হেমা মালিনী ও মনোজ কুমারের অভিনয়। সিনেমার সেই ভঙ্গিই টিকটক ভিডিয়োতে ফুটিয়ে তুলেছেন ওই দম্পতি। তাঁদের সেই অভিনয়ের প্রশংসাও করেছেন নেটিজেনরা।
এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘এই কারণেই টিকটককে নিষিদ্ধ করা উচিত নয়। আহা কী সুন্দর প্রচেষ্টা।’ আবার কেউ বলেছেন, ‘টিকটক নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার দারুণ জায়গা।’ দেখুন ভাইরাল হওয়া টিকটকের সেই ভিডিয়ো-
One reason TikTok must not be banned. Look at the effort pic.twitter.com/gOJ2z1BWDP
— KAMLESH SINGH / BANA (@kamleshksingh) April 23, 2019
হেমা মালিনী ও মনোজ কুমার অভিনীত ‘ক্রান্তি’ সিনেমার ‘জিন্দেগি কি না টুটে লাড়ি’- গানের ভিডিয়ো-
দুটি ভিডিয়োর মধ্যে কোনটি বেশি ভাল লাগল আপনার?
আরও পড়ুন: ‘কনের মর্যাদা প্রাপ্য রূপান্তরকামীরও’