সেফটি প্রোটোকল না মানা ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন না করার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঁচতারা হোটেলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৮:১৫
পাঁচতারা হোটেলের খাবারে পোকা পেলেন মীরা চোপড়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সেফটি প্রোটোকল না মানা ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন না করার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঁচতারা হোটেলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া।
গুজরাতের আমদাবাদের একটি পাঁচতারা হোটেলে সম্প্রতি গিয়েছিলেন মীরা। ডবলট্রি বাই হিল্টন নামের সেই পাঁচতারা হোটেলে থাকার সময় কিছু খাবারের অর্ডার দিয়েছিলেন মীরা। সেই খাবার আসার পর খেতে গিয়ে মীরা দেখলেন তাঁর খাবারের মধ্যে কিলবিল করছে একটি পোকা। আর তা দেখেই ওই হোটেল কর্তৃপক্ষের উপর বিরক্ত হন তিনি।
খাবারের মধ্যে পোকা ঘুরে বেরানোর ভিডিয়ো করে দিন খানেক আগে পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে পোস্টটি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এই হোটেলের জন্য গাদা টাকা খরচ করেন আপনি, বদলে এরা আপনাকে পোকা খেতে দেয়।’ এই ভিডিয়ো পোস্ট করে ফুড সেফটি বিভাগকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার বোন।