শাখরুখ খান, বলিউড দুনিয়ার অবিচ্ছেদ্য নাম। কিন্তু শাখরুখ খান যখন ‘কিং খান’ হয়ে ওঠেননি, তখন টেলিভিশনের বিভিন্ন শোয়ে সঞ্চালকের ভূমিকাও পালন করেছেন। সে রকমই নব্বইয়ের দশকে দূরদর্শনের নতুন বছর উদ্যাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। সেই অনুষ্ঠানের ভিডিয়ো শুক্রবার ‘বলিউডডিরেক্ট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কেরিয়ারের শুরুতে শাখরুখের সঞ্চালনায় মুগ্ধ হয়েছে তাঁর ভক্তকুল।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঢলঢলে ট্রাউজার ও শার্ট পরে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। সেই শোয়ে গান গাইবেন কুমার শানু। তাঁর আগে শাহরুখ সঞ্চালক হিসাবে গায়কের পরিচিতি দিচ্ছেন দর্শকদের। তিনি বলছেন, ‘‘কুমার শানু, ওহি হ্যায় যো কিশোর কুমারকে আন্দাজ মে গাতে হ্যায়?’’ তার পর মঞ্চে এলেন কুমার শানু। বেজে উঠল মিউজিক, শুরু হল গান।
১৯৯২-এ ‘দিওয়ানা’ ছবিতে প্রথম অভিনয় করেন শাহরুখ খান। তার পর একের পর এক হিট সিনেমা শাহরুখকে তারকার আসনে বসিয়েছে।