Viral Video: Shilpa Shetty plays with her daughter and reveals why number 15 is special dgtl
১৫ সংখ্যাটি শিল্পা শেট্টির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কেন জানেন?
তা করতে করতেই তিনি বলছেন, তাঁর সাম্প্রতিক জীবনে ১৫ সংখ্যাটির গুরুত্ব।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৭:৪৭
মেয়েকে কোলে নিয়ে শিল্পা শেট্টি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে শিল্পাকে দেখা যাচ্ছে, তাঁর দু’মাসের মেয়ে সামিশার সঙ্গে। সামিশাকে দু’হাতে নিয়ে দোল খাওয়াচ্ছেন তিনি। তা করতে করতেই তিনি বলছেন, তাঁর সাম্প্রতিক জীবনে ১৫ সংখ্যাটির গুরুত্ব।
বুধবার দুপুরে সেই ভিডিয়ো আপলোড করেছেন তিনি। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ১৬ লক্ষ বার। ভিডিয়ো পোস্টে লাইক পড়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি।
সেই ভিডিয়োতে শিল্পা বলছেন, ‘‘১৫ সংখ্যাটি আমার কাছে খুব লাকি। কেন জানেন?’’ শিল্পা জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি তাঁর মেয়ের জন্ম হয়েছে। ১৫ এপ্রিল তাঁর বয়স দু’মাস হল। এ দিনই টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা ১৫ মিলিয়ন (দেড় কোটি) ছুঁয়েছে। দেখুন সেই ভিডিয়ো—