রান্না করছেন বিশাল ভরদ্বাজ। লকডাউনের বাজারে বাঁধাকপির তরকারি আর কালি ডাল রান্না করছেন বিশাল। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী রেখা ভরদ্বাজ বিশালের এই ছবি পোস্ট করতেই উচ্ছ্বসিত নেটাগরিকরা। কেউ লিখছেন, ‘স্বামী রান্না জানলে লকডাউনের বাজারে আর কী চাই’, কেউ বা রান্নার স্বাদ কেমন হল তাঁর খবর নিচ্ছেন।
ইদানীং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত বিশাল ভরদ্বাজ লকডাউনে হেঁশেলের হাল ধরেছেন, অন্য দিকে রেখা সেলাইয়ে মন দিয়েছেন। তবে তিনি যে একেবারেই রান্নাঘরে ঢুকছেন না এমন নয়। ব্রেড রোল, কেক, নানা বেকিং-এর ছবি পোস্ট করে তিনি তাঁর ফ্যানদের খুশি করছিলেন। তবে বিশালের রান্না করার ছবি দেখে নেটাগরিকরা যারপরনাই আনন্দিত।
দেখুন কী রাঁধছেন বিশাল