ব্যাঞ্জো কী জিনিস জানেন? এটি একটি বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কী ভাবে! আরে যে কোনও ভাসানের (প্রতিমা নিরঞ্জন) বা মিউজিক্যাল শোভাযাত্রার এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বিয়ে বাড়ির ব্যান্ড পার্টিই হোক বা ভাসানের ব্যান্ড পার্টি—ব্যাঞ্জো ছাড়া গোটা ব্যপারটাই মাটি! আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাত্ ব্যাঞ্জো নিয়ে এত কথা বলছি কেন!
আরও খবর: বউকে ঘুষ দিয়ে নায়িকাদের চুমু খান ইমরান!
কারণটা আর কিছুই নয়, আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক রবি যাদবের বলিউড ফিল্ম ‘ব্যাঞ্জো’। এটি একটি মিউজিক্যাল ড্রামা। যেখানে মুম্বইয়ের একজন অসাধারণ ব্যাঞ্জো বাদককে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির চিত্রনাট্য। গল্পের ব্যাঞ্জো বাদকের দক্ষতার উদাহরণ দিতে গিয়ে তাঁকে ‘ব্যাঞ্জোর আমিতাভ বচ্চন’ বলা হয়েছে। যার অর্থ, ব্যাঞ্জো বাদকদের দুনিয়ায় তিনিই সুপারস্টার। আর এই সুপারস্টার কে জানেন? হৃতেশ দেশমুখ। মুলত কমেডি-নির্ভর চরিত্রে যাঁকে দেখতে আমরা অভ্যস্থ, সেই হৃতেশ দেশমুখ এ ছবিতে ব্যাঞ্জো বাদকের ভূমিকায় যাকে বলে ‘রকস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল টিজার। আর সেই টিজার ভিডিও দেখেই অনেকের একেবারে তাক লেগে গিয়েছে। এই তাক লাগার কারণ অবশ্যই হৃতেশ। এর আগেই ‘এক ভিলেন’ ছবিতে নেগেটিভ সাইকোর চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে বলিউডের অসংখ্য দর্শক থেকে সমালোচকদের। এ বারও তাঁকে দেখে চমক লাগার পালা! আসুন দেখে নেওয়া যাক হৃতেশ দেশমুখের নয়া ব্যাঞ্জো অবতারের এক ঝলক।
দেখুন ভিডিও: