কেন্দ্রের বিভিন্ন ‘জনবিরোধী’ বিল, আইন বাতিলের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে মানুষের হয়রানির প্রতিবাদে সংযুক্ত কিসান মোর্চার ডাকে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ দেখালেন নেতা, কর্মীরা। ‘প্রতিরোধ দিবস’ নামে ওই কর্মসূচির অংশ হিসাবে রাজ্যের ১৮টি জেলায় দু’শো জায়গায় বিক্ষোভ দেখিয়েছে সংগঠন। কেন্দ্রের খসড়া বীজ আইন, বিদ্যুৎ বিল, শ্রম-কোড, বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও অজীবিকা মিশন গ্যারান্টি (ভিবি-জি রাম-জি) আইন বাতিলের দাবিতে সরব হয়েছেন সংগঠনের নেতৃত্ব। বিলের প্রতিলিপিও পোড়ানো হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি-সহ নানা জেলায় সংগঠনের নেতৃত্ব অমল হালদার, কার্তিক পাল-সহ অন্যেরা রাস্তা অবরোধ করেছেন। অমলদের বক্তব্য, ‘দ্রুত কৃষকের ঋণ মকুব করে ফসল কেনার নিশ্চয়তা ও একশো দিনের কাজ চালু করতে হবে। এসআইআর-এর নামে যা চলছে, তাতে এই প্রক্রিয়া বাতিল করা জরুরি।’ শ্রমিক, গ্রামীণ রোজগার সম্পর্কিত নানা আইন বদল, কৃষকের অধিকার রক্ষা-সহ নানা দাবিতে ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি, বিক্ষোভ থেকে তা সফল করার ডাকও দিয়েছে মোর্চা। কিসান মোর্চা ও বিদ্যুৎ ক্ষেত্রের কর্মী-ইঞ্জিনিয়ারদের সংগঠন এসিসিওইইই ধর্মঘটকে সমর্থন করছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)