Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
Entertainment News

শাশুড়ি-বউমার বন্ধুত্বের গল্প বলবে ‘মুখার্জীদার বউ’

ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী। শাশুড়ি-বউয়ের ইচ্ছেডানায় ভাসতে থাকে জীবনের এই গান। 

ছবির দৃশ্যে অনসূয়া এবং কনীনিকা।

ছবির দৃশ্যে অনসূয়া এবং কনীনিকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৯:৩৬
Share: Save:

মায়াবী বিকেল। কলকাতা। রাস্তায় দাঁড়িয়ে শাশুড়ির সঙ্গে আইসক্রিম খাচ্ছেন আপনি। ভাবতে পারেন এ দৃশ্য? অথবা শাশুড়িও কি ভেবেছেন? হয়তো অনেকেই ভেবেছেন। দৈনন্দিনে অভ্যস্ত এ দৃশ্যে। আবার অনেকের কাছেই এ যেন অচেনা আকাশ। তবে এই অচেনা আকাশকেই এ বার চিনিয়ে দেবেন পরিচালক পৃথা চক্রবর্তী। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘মুখার্জীদার বউ’। সদ্য মুক্তি পেল এ ছবির গান ‘ও জীবন তোমার সাথে’।

ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী। শাশুড়ি-বউয়ের ইচ্ছেডানায় ভাসতে থাকে জীবনের এই গান।

শাশুড়ি-বউয়ের সম্পর্কের জটিলতা, গভীরতা, ভাল-মন্দ মিশিয়ে এগোবে ছবির গল্প। লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। তবে এ ছবি শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও। আগেই জানিয়েছিলেন এ ছবির প্রেজেন্টার নন্দিতা রায়। দৈনন্দিনতার এক আলাদা আঙ্গিক বোনা হয়েছে ছবি জুড়ে। অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও অপরাজিতা আঢ্য, বাদশা মৈত্র, বিশ্বনাথ বসুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি মুক্তি পাবে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘মুখার্জীদার বউ’-এ অচেনা মোড়কে ঋতুপর্ণা…

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনের সব খবর বিভাগ।)

অন্য বিষয়গুলি:

Koneenica Banerjee কনীনিকা বন্দ্যোপাধ্যায় Tollywood Celebrities Bengali Movie Upcoming Movies Mukherjee Dar Bou Video Anashua Majumdar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy