Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

‘ক্রিসক্রস’-এর চরিত্রদের চিনে নিন টিজারে...

ভিন্ন স্বাদের ছয় নারীকে নিয়ে বড় পর্দায় গল্প বুনেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। সদ্য মুক্তি পেল আসন্ন এই ছবির ট্রেলার।

‘ক্রিসক্রস’-এর পাঁচ নারী। ছবি: টুইটারের সৌজন্যে।

‘ক্রিসক্রস’-এর পাঁচ নারী। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ১৩:৪২
Share: Save:

কখনও পেশাদার ফোটোগ্রাফার, কখনও উঠতি অভিনেত্রী, কখনও একলা মা, কখনও বা আদ্যন্ত গৃহবধূ— এমনই ভিন্ন স্বাদের ছয় নারীকে নিয়ে বড় পর্দায় গল্প বুনেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। সদ্য মুক্তি পেল আসন্ন এই ছবির টিজার।

‘ক্রিসক্রস’-এর ইরা হলেন মিমি চক্রবর্তী। তিনি চিত্র সাংবাদিক। বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন।

নুসরত জাহান এই ছবির মেহের। মুসলিম মেয়েটি স্ট্রাগলিং অভিনেত্রী।

সোহিনী সরকার এই ছবির রূপা। উত্তর কলকাতার গৃহবধূ। ট্র্যাজেডির বুনোট রয়েছে এই চরিত্রের পরতে পরতে।

সুজি। এই ছবিতে প্রিয়ঙ্কা সরকারের চরিত্রের নাম। বাঙালি খ্রিষ্টান মেয়েটি সিঙ্গল মাদার। খুব ভাল ছবি আঁকেন তিনি।

আরও পড়ুন, তিন এক্কে তিন, কেয়ার অব সুদীপ্তা

মিস সেনের ভূমিকায় ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে জয়া আহসানকে। কেরিয়ারে সাকসেসফুল, কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি।

‘ক্রিসক্রস’-এর উর্না অর্থাত্ ঋদ্ধিমা ঘোষ ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। ব্লগ লেখেন। একাই থাকেন এই স্বাধীনচেতা মেয়ে।

‘ক্রিসক্রস’-এর ছয় নারী কতটা দর্শকদের মন দখল করতে পারেন, এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE