Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

তিন বন্ধুর প্রতিবাদের গল্প নিয়ে আসছে ‘চল কুন্তুল’

তিন বন্ধুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র এবং সমীর বিশ্বাসের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার, প্রতীক প্রমুখ।

সৌমিত্র চট্টোপাধ্যায়, সমীর বিশ্বাস এবং মনোজ মিত্র।

সৌমিত্র চট্টোপাধ্যায়, সমীর বিশ্বাস এবং মনোজ মিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৯:২৫
Share: Save:

‘তিনি বৃদ্ধ হলেন…।’

আর সে কারণেই অবহেলিত, লাঞ্চিত। ইদানিং ঘরে-বাইরে প্রতিনিয়ত অপমানের মুখোমুখি হতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। বিভিন্ন ঘটনায় প্রকাশ্যে আসছে তাঁদের সামাজিক হেনস্থার কাহিনি। এ বার সেই বাস্তব ঘটনাকে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাজ মুখোপাধ্যায়। ২৪ নভেম্বর, শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘চল কুন্তুল’। সেখানে দেখা যাবে এই বাস্তবতা।

আরও পড়ুন, রীতা কয়রালের শেষকৃত্যে এ কী! প্রশ্ন তুললেন চৈতালী

তিন বন্ধুর লড়াইকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক। রাজের কথায়: ‘‘মফস্সলের গল্প নিয়ে এই ছবি। বয়স্ক মানুষদের পরিস্থিতি আজ এতটাই বিপজ্জনক যে বাধ্য হয়ে এক সময় তাঁরা হাতিয়ার হিসেবে হাতে তুলে নিচ্ছেন লাঠি। একটা সময় মনে হচ্ছে, এ বার প্রতিবাদ করতেই হবে।’’

আরও পড়ুন, অভিনয় তো আছেই, এ বার নতুন দায়িত্বে তৃষা

তিন বন্ধুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র এবং সমীর বিশ্বাসের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার, প্রতীক প্রমুখ। রাজ মনে করেন, এখনকার দর্শক বাস্তবধর্মী ছবি দেখতে পছন্দ করেন। সে কারণেই তাঁর ছবি দর্শকদের পছন্দ হবে বলে আত্মবিশ্বাসী তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE