‘তিনি বৃদ্ধ হলেন…।’
আর সে কারণেই অবহেলিত, লাঞ্চিত। ইদানিং ঘরে-বাইরে প্রতিনিয়ত অপমানের মুখোমুখি হতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। বিভিন্ন ঘটনায় প্রকাশ্যে আসছে তাঁদের সামাজিক হেনস্থার কাহিনি। এ বার সেই বাস্তব ঘটনাকে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক রাজ মুখোপাধ্যায়। ২৪ নভেম্বর, শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘চল কুন্তুল’। সেখানে দেখা যাবে এই বাস্তবতা।
আরও পড়ুন, রীতা কয়রালের শেষকৃত্যে এ কী! প্রশ্ন তুললেন চৈতালী
তিন বন্ধুর লড়াইকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক। রাজের কথায়: ‘‘মফস্সলের গল্প নিয়ে এই ছবি। বয়স্ক মানুষদের পরিস্থিতি আজ এতটাই বিপজ্জনক যে বাধ্য হয়ে এক সময় তাঁরা হাতিয়ার হিসেবে হাতে তুলে নিচ্ছেন লাঠি। একটা সময় মনে হচ্ছে, এ বার প্রতিবাদ করতেই হবে।’’
আরও পড়ুন, অভিনয় তো আছেই, এ বার নতুন দায়িত্বে তৃষা
তিন বন্ধুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র এবং সমীর বিশ্বাসের অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার, প্রতীক প্রমুখ। রাজ মনে করেন, এখনকার দর্শক বাস্তবধর্মী ছবি দেখতে পছন্দ করেন। সে কারণেই তাঁর ছবি দর্শকদের পছন্দ হবে বলে আত্মবিশ্বাসী তিনি।