Advertisement
E-Paper

রেলের কর্মসূচিতে প্রধান অতিথি না করায় ক্রুদ্ধ সমাজবাদী পার্টির সাংসদ, বললেন, ‘জুতোপেটা করা উচিত’

অভিযুক্ত সাংসদের দাবি, ‘‘কেন্দ্রীয় সরকার যদি কোনও রাজ্যে কোনও প্রকল্প শুরু করে তা হলে সেই এলাকার সাংসদই প্রধান অতিথি হন। এমনকি তিনি বিরোধী দলের হলেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৫
Will they not be beaten up with shoes? Ballia MP Sanatan Pandey furious over not being made chief guest in a programme of Railway

সমাজবাদী পার্টির সাংসদ সনাতন পান্ডে। —ফাইল চিত্র।

তিনি এলাকার নির্বাচিত সাংসদ। অথচ রেলের একটি কর্মসূচিতে প্রধান অতিথির মর্যাদা দেওয়া হয়নি তাঁকে। উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির সাংসদ সনাতন পান্ডে ওই ঘটনা নিয়ে এ বার প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন। তাঁর মন্তব্য, ‘‘যাঁরা এমন কাজ করলেন তাঁদের জুতোপেটা করা উচিত।’’

শুক্রবার বালিয়া জেলার ফেফনা রেলস্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উত্তর প্রদেশের আয়ুষ রাজ্যের মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দয়াশঙ্কর মিশ্র দয়ালু প্রধান অতিথি ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বালিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও দয়াশঙ্কর। আর তাতেই চটে গিয়েছেন স্থানীয় সমাজবাদী সাংসদ সনাতন। তাঁর সেই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে অন্য একটি অনুষ্ঠানে।

ফেফনা এলাকারই বাঘেজি গ্রামে অন্য এক অনুষ্ঠানে বালিয়ার সাংসদ সনাতন বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার যদি কোনও রাজ্যে কোনও প্রকল্প শুরু করে তা হলে সেই এলাকার সাংসদই প্রধান অতিথি হন। এমনকি তিনি বিরোধী দলের হলেও। আজ, এই সরকার আবার তার আসল রূপ দেখাল। আমার সেই অনুষ্ঠানে গিয়ে চেয়ার ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছিল। কিন্তু কিছুই করিনি। অথচ মানুষ বলে যে আমি সবসময় ঝগড়া করি।’’ প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ঘৃণাভাষণ এবং জেলা নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে সনাতনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।

SP Leader Controversial Comment Indian Railway Samajwadi Party Indian Rail Ballia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy