ছবিতে গার্গী রায়চৌধুরীর সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখে অবাক হয়েছেন নিশ্চয়ই। আবার হেডলাইনে রয়েছে ‘হামি’ প্রসঙ্গ। বিষয়টা ঠিক কী?
শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের জুটি মানেই নতুন কিছু দেখার অপেক্ষায় থাকেন দর্শক। সেই অপেক্ষা চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত। কারণ ওই সময়েই মুক্তি পাবে পরিচালক জুটির পরের ছবি ‘হামি’। সদ্য মুক্তি পেল এই ছবির গান।
ওপরে যে ছবিটি দেখছেন তা ওই গানের দৃশ্যের। এই ছবিতেও ‘রামধনু’র মতো অনস্ক্রিন দম্পতির ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ-গার্গীকে। তবে মূল চরিত্রে রয়েছে দুই শিশু অভিনেতা।