এক এক দিন, এক এক পুরুষ। তাঁদেরকে শরীরী সুখ দেওয়ার বিনিময়ে মেয়েটি প্রচুর টাকা রোজগার করে। মেয়েটি অর্থাত্ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। ‘এ তুমি কেমন তুমি’ ছবির ট্রেলারে ঠিক এ ভাবেই নায়িকাকে দেখছেন দর্শক।
কিন্তু কেন পর্দার মেয়েটির এত টাকার প্রয়োজন? তাঁর স্বামী অসুস্থ। ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রচুর টাকা। শ্বশুরবাড়ির সদস্যরা পিছিয়ে এসেছেন। এই পরিস্থিতিতে পুরো দায়িত্ব এসে পড়ে স্ত্রীয়ের ওপর। স্ত্রী অর্থাত্ প্রিয়ঙ্কা সরকার টাকা রোজগারের জন্য বেছে নেন ওই পথ।
এমন গল্প নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন ‘এ তুমি কেমন তুমি’ ছবির পরিচালক নেহাল দত্ত। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়ঙ্কার পারফরম্যান্স দেখে মুগ্ধ সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। নেহাল দত্তের পরিচালনায় এই ছবিকে সমৃদ্ধ করেছে রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পীর অভিনয়।
Presenting the first look of #ETumiKemonTumi! #MyNext #TrailerComingSoon @AmaraMuzik pic.twitter.com/VfTtqTA8hb
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) May 4, 2018
আরও পড়ুন, সত্যি নাকি! গোপনে বিয়ে করে ফেললেন প্রিয়ঙ্কা?