মাঝ আকাশে যেন ছোটখাটো বলিউড। মাটি থেকে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায়। আর সেখানেই রীতিমতো পাগলামি করলেন জেন-ওয়াই বলি-সেলেবরা। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে মাঝ-আকাশে এমন কাণ্ড ঘটালেন ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্ট, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্র, আদিত্য রায় কপূর, র্যাপার বাদশা আর কর্ণ জোহর? আসলে ‘ড্রিম টিম’-এর অনুষ্ঠানে যোগ দিতে সকলে যাচ্ছিলেন হিউস্টনে। আর এই দীর্ঘযাত্রা পথকে এনজয় করতেই হঠাৎই পাগলামো শুরু করলেন তাঁরা। নিজেদের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার পাশাপাশি নাচ করলেন ‘কালা চশমা’র সঙ্গেও।
আসলে বলিউড ফিভারকে জনপ্রিয় করতেই শুরু হয়েছে এই কর্মসূচি। ‘ড্রিম টিম’-এর প্রথম শো ছিল হিউস্টনে। এরপর ওকল্যান্ডো, অরল্যান্ড, হফম্যান এস্টেট, ইনগ্লিউড এবং সব শেষে নিউ ইয়র্কে পারফর্ম করবে ‘ড্রিম টিম’।
আরও পড়ুন: ‘৩০ বছরের পর সেক্স অনেক ভালভাবে এসেছে আমার জীবনে’
দেখুন সেই ভিডিও
A video posted by Alia ✨⭐️ (@aliaabhatt) on Aug 12, 2016 at 11:00am PDT