হোক না বয়স ৪২। কুছ পরোয়া নেহি। সেই ডান্স স্টেপ কি ভোলা যায়? আর সেই গানের নায়িকা যেখানে খোদ মঞ্চে উপস্থিত, সেখানে কোনও কথা হবে না বস।
রিওয়াইন্ড! ঠিক যেন ১৪ বছর আগের সেই ছবির এক টুকরো মুহূর্ত। ২০০২ সালের সঞ্জয় লীলা বনশালীর সেই ব্লকব্লাস্টার ছবি আর ছবির হিট গান ‘ডোলা রে’ এবং ছবির প্রধান নায়িকা ঐশ্বর্যা রাই বচ্চন। সেই সবক’টি এক্স ফেক্টর একসঙ্গে উপস্থিত থাকলে ম্যাজিক না হয়ে যায় কোথায়?
আরও পড়ুন
রেখাকেই কি মা বলে ডাকলেন ঐশ্বর্য?
সলমনের বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাচ্ছেন ঐশ্বর্যা!
কিছুদিন আগেই একটি জনপ্রিয় টিভি শো-তে তাঁর আপকামিং ছবি সরবজিতের প্রচারে এসেছিলেন বচ্চন বহু। বরাবরের মতো এদিনও লং স্কার্ট আর সিক্যুইনের টপে গ্ল্যামারাস দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে ছিলেন মিকা সিংহ, ছবির নায়ক রণদীপ হুডা ও পরিচালক ওমঙ্গ কুমার। আর সেখানেই দর্শকদের আবদার রেখে ‘ডোলা রে’-এর তালে পা মেলান ঐশ্বর্যা। দেড় দশক পরে কেমন নাচলেন প্রাক্তন মিস ইউনিভার্স? দেখুন সেই ভিডিও।